• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন

| অক্টোবর 25, 2015 | 0 Comments

fr bd schoolইউরোবিডি কমিউনিটি সংবাদ  :  লা কর্ণভে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের শুভ উদ্বোধন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও লা কর্ণভের মেয়র জিল পুকস আনুষ্ঠানিকভাবে এ স্কুলের উদ্বোধন করেন।

স্কুল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া। পরিষদের যুগ্ম সম্পাদক আমিন খান হাজারী ও স্কুলের শিক্ষিকা হাসনাত জাহানের যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ফ্রান্সে বাংলা স্কুল প্রতিষ্ঠা করা একটি গৌরব ও সম্মানের বিষয়। বাংলা ভাষা এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার এবং পরিচিতি ঘটানোর এটা একটা মহতি উদ্যোগ। আমি বিশ্বাস করি এই স্কুল প্রতিষ্ঠার ফলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশের শিশু কিশোররা অনেক উপকৃত হবে। তিনি বলেন, বিদেশের মাঠিতে বাংলা স্কুল প্রিতিষ্ঠা করা সহজ সাধ্য বিষয় নয়। অনেক প্রতিকূলতা অতিক্রম করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আজকের এ পর্যায়ে আসতে হয়েছে। এই দুরুহ কাজটিতে সহজ করার জন্য যারা অনেক পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি স্কুলের উন্নয়নে সামগ্রিক বিষয়ে বাংলাদেশ দুতাবাস ফ্রান্সের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদেরকে এরূপ একটি মহৎকাজ বিশ্বের দরবারে সুন্দরভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লা কর্ণভের মেয়র জিল পুকস, লা কর্ণভ মেরির সোসাইটি প্রধান ভানিয়েল ঝিবের তিনি, ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যান্সরী হজরত আলী খান, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি এবিএম শাজাহান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টিএম রেজা, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হায়দার।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রানী তাহের, লিটন হাসান। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন সাকিব, রিদিতা ও প্রিয়ন্তি। অনুষ্ঠানে স্কুলের শিক্ষাথীদের জন্য বাংলাদেশ সরকারের ও দুতাবাসের পক্ষ থেকে কয়েক সেট বই প্রদান করেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। এ সময় এবিএম শাহাজাহান ও আতিকুল ইসলাম ২০হাজার টাকার বই প্রদানের আশ্বাস প্রদান করেন।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply