প্রবাসীদের মৃত্যুর মিছিল বাড়ছে, রাষ্ট্রের করনীয় কি?- এম এ হাশেম, চ্যানেল আই
এম এ হাশেম, চ্যানেল আই,ফ্রান্স:ফ্রান্সের কান শহরে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন নোয়াখালির যুবক রাসেল। আজ একই সময়ে ইস্তা বাংলাদেশ কমিউনিটি মসজিদে কুমিল্লার আক্কাস নামক অপরজনের নামাযে জানাযা অনুষ্টিত হয়। তিনি দূর্ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিক গতরাতে মুন্সীগঞ্জের ফারুক নামের আরো এক বাংলাদেশি মৃত্যুবরন করেছেন। একই সাথে প্যারিসে তিনটি মৃত্যু সংবাদ এর আগে শোনা যায়নি!
সোনার বাংলার রেমিটেন্স যোদ্ধারা এভাবেই আত্নীয় পরিজনহীন প্রবাসে মৃত্যুবরন করছে! যারা হাড়ভাঙা পরিশ্রম করেও কষ্ট বুকে নিয়ে বলে ভাল আছি। বুঝতে দেয়না পরিবারের সুখের জন্য নিজের জীবনের সোনালী দিনগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে…
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশ বিশ্বে অষ্টম। দুই দশকে দেশের অর্থনৈতিক শক্তির বড় উৎস প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিটেন্স। গতমাসে প্রথমবারের মত ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন। বৈদেশিক মুদ্রা ঘাটতি এখন নেই বলে দেশের পরনির্ভরতাও নেই।
বাংলাদেশে এখনো প্রায় সাড়ে চার কোটি মানুষ যেখানে দরিদ্রসীমার নিচে বাস করে সেখানে অন্তত পাঁচ কোটি মানুষ প্রবাসীদের পাঠানো টাকায় জীবন যাপন করছে। অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে যে প্রবাসী আয় সেই রেমিটেন্স যোদ্ধারা দেশে পা রাখলেই প্রথমেই হয়রানির স্বীকার হয় বিমানবন্দরে।
অনেকের লাগেজ ‘নাই’ হয়ে যায়।
বৈদেশিক মুদ্রার দিকে সরকারের যেমন সুদৃষ্টি রয়েছে তেমনি প্রবাসীদের মর্যদা, হয়রানী বন্ধের বিষয়টিও রাষ্ট্রের দেখা উচিত। গত ছয় বছরে প্রবাস থেকে যে ১৪ হাজারের অধিক অভিবাসীর লাশ দেশে গেছে তাদের দায় কেউ নেয়নি…
এম এ হাশেম, প্রবাসী সাংবাদিক।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ