• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ বিমানের ২২৪ জন যাত্রী ‘হত্যা’ করেছে আইএস?

| নভেম্বর 6, 2015 | 0 Comments

RUSHইউরো সংবাদ: যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলছে, আইএস-এর রাখা বোমার কারণেই মিশরের সিনাই মরুভূমিতে রুশ বিমানটি ধ্বংস হয়ে থাকতে পারে৷ আইএস-ও বিমানটি ধ্বংস করার দায় স্বীকার করেছে৷ বিমানটির ২২৪ জন যাত্রীর কেউই আর বেঁচে নেই৷

গত ৩১ অক্টোবর ভোরে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিনাই মরুভূমিতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার এয়ারবাস ৩২১-২০০ মডেলের একটি বিমান৷ বিমানটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল৷ কিন্তু মিশরেই বিধ্বস্ত হওয়ায় বিমানটির ২২৪ আরোহীর সবাই মারা যান৷

ইসলামি জঙ্গি সংগঠন আইএস এক অডিও বার্তায় রুশ বিমান ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে৷

কীভাবে বিমানটি ধ্বংস করা হয়েছে তা পরবর্তীতে জানানো হবে বলেও অডিও বার্তায় বলা হয়েছে৷

আইএস এই প্রথম কোনো সাধারণ যাত্রিবাহী বিমান ধ্বংস করার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করল৷

এদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনও বলছে, বোমা বিস্ফোরণের কারণে রুশ বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ বিমানটিতে বোমা আইএস রেখেছে বলেই তাদের অনুমান৷ ব্রিটেনের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের বিশেষ কমিটির সভা শেষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও এমন ইঙ্গিত দিয়েছেন৷

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply