সিরিয়ার শরণার্থীদের স্বল্প সময় থাকার অনুমতি দেবে জার্মানি
ইউরো সংবাদ: যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে যাওয়া শরণার্থীদেরকে সীমিত সময়ের জন্য থাকার অনুমতি দেবে জার্মানি।
জার্মানির সরকারি রেডিও চ্যানেল ডয়েচল্যান্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দি মাইজিয়েরে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে শরণার্থী গ্রহণ ও তাদের থাকার সময়সীমা ঠিক করা হবে।
মাইজিয়েরে বলেন, অন্যদেশগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য শরণার্থীদের থাকার অনুমতি দেবে, সে ক্ষেত্রে জার্মানিও একই পথ অনুসরণ করবে। সিরিয়ার নাগরিকেরা জার্মানিতে সুরক্ষা পাবে কিন্তু তা হবে সীমিত সময়ের জন্য। জার্মান অভিবাসন ও শারণার্থী বিষয়ক কার্যালয়ের মুখপাত্রও একই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র সম্পূরক সুরক্ষার আওতায় সিরিয়ার শরণার্থীদেরকে গ্রহণ করার নির্দেশনা পেয়েছেন তারা।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা দেশটির আগের অবস্থানের সঙ্গে চরম সাংঘর্ষিক। সিরিয়ার শরণার্থী সংকট মারাত্মক আকার ধারণ করলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছিলেন, সিরিয়ার উদ্বাস্তুদের জন্য তার দেশ ‘ওপেন ড্রোর’ নীতি গ্রঞণ করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ