• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে ভয়াবহ সিরিজ হামলা অন্তত ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত

| নভেম্বর 13, 2015 | 0 Comments
13112015 - fusillade parisইউরো সংবাদ:
শুক্রবার ১৩ নভেম্বর রাত ৯টা ২০ মিনিট থেকে শুরু হয়ে মধ্য রাত ১২ টা ২০ মিনিট পর্যন্ত প্যারিসের প্রায় ৭টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।  এতে অন্তত ১২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ৩৫২ জনের ও বেশী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ৯৯ জনের অবস্থা আশংঙ্কা জনক।
প্যারিসের বাতাকলা নামক স্থানে একটি কম্বোডিয়ান কনসার্ট হলে শতাধিক ব্যক্তিকে জিম্মি করে সন্ত্রাসীরা ভযাবহ হামলা চালিয়েছে। শহরের অন্তত ছয়টি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো ঘটে।
  উল্লেখ্য আজ ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে জার্মান এবং ফ্রান্সের ফুটবল ম্যাচ ছিল। খেলা চলা কালিন সময়ে এই হামলার ঘটনা ঘটে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে।
হামলার পর পরই  প্রেসিডেন্ট ওঁলাদ, প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাজিনোভ জরুরি সভায় মিলিত হয়েছেন। সভা থেকে নেয়া সিদ্ধান্ত গুলো জাতির সামনে সরাসরি টেলিভিশনের মাধ্যমে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ওলাদ ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করেছেন । ইল দো ফ্রসে সকল প্রকার গাড়ি চলা চলের উপর নিশেধাজ্ঞা জারি করেছেন।উল্লেখ্য ২০০৫ সালের পর এবারই প্রথম ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষনা করা হয়েছে।
পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত ফ্রান্সের সকল দিকের সীমানা বন্ধ ঘোষণা করেছেন ওলাদ। আইন শৃংখলা বাহিনীকে  সর্ব শক্তি ও সামর্থ প্রয়োগ করে নিরাপত্বা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্বা বাহিনীর সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।
সামু পম্পিয়ার সহ সকল প্রকার জরুরী সেবা সমুহ জোরদার করা হয়েছে। হাসপাতাল স্টাফদের ছুটি বাতিল করে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
প্যারিসের মেয়র প্যারিসবাসীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যার যার অবস্থানে নিজ নিজ বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছেন। এবং তিনি শনিবার প্যারিসের সব কিছু বন্ধ ঘোষণা করেছেন।

ফ্রঁসোয়া ওলাদ প্যারিসে নিরাপত্বা টহলের জন্যে সেনা বাহিনী আহ্বান করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয় একটি জরুরী নাম্বার ১৯৭ খুলেছে, কোথাও কোন হামলার খবর থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগামী কাল সকল প্রকার স্কুল কলেজ ইউনিভার্সিটি ও শিক্ষা সফর বাতিল করা হয়েছ। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার সভা সমিতি ও পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশের উপর নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।

প্রেসিডেন্ট ওঁলাদ, প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাজিনোভ ঘটনা স্থল ভিজিট করেছেন।

এই হামলায় ৮ জন সন্ত্রাসীর জড়িত থাকার খবর নিশ্চিত করা হয়েছে। এবং তাদের ৮ জনই এলিট পুলিশের হাতে অপারেশনের সময় নিহত হয়েছে।

এদিকে ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওলাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন এই হামলা একটি সন্ত্রাসী হামলা এবং এটি শুধু ফ্রান্সের বিরুদ্ধে নয় এটি মানবতার বিরুদ্ধে হামলা। এই হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র  ফ্রান্সের পাশে আছে বলে তিনি জানান। এছাড়া যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরুন এবং জার্মানির মার্কেলা অ্যাঙ্গল ও ওলাদকে সমবেদনা জানান।

 এই ঘটনায় নিরাপত্বা জনিত কারণে আমেরিকান এয়ার লাইন্সের প্যারিস ভিত্তিক সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য জলবায়ু সম্মেলনকে সামনে রেখে শুক্রবার থেকেই ফ্রান্সের সীমান্ত এবং প্যারিসে নিরাপত্বা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর ঠিক সেই দিনই এই ধরনের ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply