• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আত্মঘাতী ফরাসী হামলা কারীর বিস্তারিত জানতে পেরেছে পুলিশ।

| নভেম্বর 15, 2015 | 0 Comments
 4810210_6_369f_pres-de-la-salle-de-concerts-du-bataclan-le_0ee660baf03688eede640f5aee1430fbইউরো সংবাদ: আত্মঘাতী ফরাসী হামলা কারীর বিস্তারিত জানতে পেরেছে পুলিশ। ২৯ বছর বয়সী এই হামলা কারীর নাম ইসমাইল ওমার মোস্তাফেই । সে ১৯৮৫ সালের ২১ নভেম্বর ফ্রান্সের বানিউ প্যারিসিয়ান এলাকায় জন্ম গ্রহণ করেন। তার বাবা একজন আলজেরিয়ান বংশোদ্ভত ।
ওমার মোস্তাফেইর দু ভাই এবং দুই বোন।
সে পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী ছিল। তাকে এর আগে আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ ৮ বার গ্রেফতার করেছিল।
শেষ সে ২০১৩ সালে তুরস্ক গিয়েছিল । মূলত সিরিয়া এবং ইরাকের জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যেই যে ওখানে গিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
 পরিচয় পাওয়ার পরপরই পুলিশ তার বড় ভাই এবং বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply