বাংলাদেশ কোন ভাবেই নিরাপদ দেশ নয়, খুব শীঘ্রই আসছে সুপ্রীম কোর্টের রায়
ইউরোবিডি: বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র ঘোষণা করা কতটা যৌক্তিক? ইউরোবিডি ২৪ নিউজের এ প্রশ্নের জবাবে ফ্রান্সের একজন স্বনামধন্য আইনজীবী পারভেজ দোকী বলেছেন, বাংলাদেশ কোন ভাবেই নিরাপদ দেশ হতে পারেনা।
তিনি আরও বলেন, যখন রিফুজিদের জন্য জাতীয় আদালত (CNDA) এখনো বাংলাদেশীদের অ্যাজাইলেম স্ট্যাটাস দিচ্ছে, এটা প্রমাণ করে যে, বাংলাদেশে ফিরে যাওয়া একজন আশ্রয়প্রার্থীর জন্য ঝুঁকিপূর্ণ।
ইউরোপের অন্যান্য দেশগুলো যেখানে বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি, সেখানে ফ্রান্স কিভাবে বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করতে পারে? এই প্রশ্নটি ফ্রান্সের সুপ্রীম কোর্টে বিবেচনাধীন আছে বলে তিনি জানান। যেখানে সিদ্ধান্ত গৃহীত হবে আইনগতভাবে বাংলাদেশ নিরাপদ রাষ্ট্র কিনা।
তিনি বলেন, -‘খুব শীঘ্রই সুপ্রীম কোর্ট এর সিদ্ধান্ত দেবে। আমরা আইনত আশা করতে পারি যে, বাংলাদেশকে আর নিরাপদ দেশ বলে ভাবা হবে না।’
উল্লেখ্য, গত ২রা ডিসেম্বর OFPRA বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করে। আর এরপর থেকে বাংলাদেশীদের রাজনৈতিক আশ্রয়ের পথ দুরূহ হয়ে পড়ে।
গত ১১ জানুয়ারী, ২০১৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মালি, কসোবো এবং আলবেনিয়াকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলেও দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের নামটি তালিকা থেকে বাদ দেয়া হয়নি।
OFPRA- এর মতে নিরাপদ রাষ্ট্রের সংজ্ঞা হল: ”একটি দেশকে নিরাপদ দেশ হিসেবে গণ্য করা হবে যদি সেই দেশে গণতন্ত্রের স্বাধীনতার নীতিসমূহ এবং আইনের শাসন পাশাপাশি মৌলিক স্বাধীনতার চর্চা নিশ্চিত করা হয়।”
এখন এইদেশে রাজনৈতিক আশ্রয় গ্রহন করতে আসা বাংলাদেশী আশ্রয়প্রার্থীদের একটাই প্রশ্ন, OFPRA- এর সংজ্ঞানুসারে বাংলাদেশ কিভাবে নিরাপদ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে?
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা যদিও ইতোমধ্যে বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়ার জন্য সভাসমাবেশ, মানববন্ধন, রোডমার্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচী পালন করেছে তবে ফ্রান্সের আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো মনে করছেন গত মে-জুনে ক্ষমতায় আসা ওঁলাদ সরকারকে আরেকবার বিষয়টি মনে করিয়ে দেবার জন্য বাংলাদেশীদের আবারও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা উচিৎ।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ