• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স এর সাঁ ডেনি এলাকায় অভিযানে অন্তত ২ জন সন্ত্রাসী নিহত

| নভেম্বর 18, 2015 | 0 Comments

12271076_10203749993069437_1051622431_oইউরো সংবাদ:  ফ্রান্স এর সাঁ ডেনি এলাকায় একটি বাড়িতে প্যারিস হামলার পরিকল্পনাকারী ‍আব্দেল হামিদ আবাউদের সম্ভাব্য অবস্থানে অভিযানের সময়   বুধবার নতুন করে  হামলাকারী ও আইন শৃংখলা বাহিনীর মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণ হয়। সকল পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। সাড়াশি অভিজান চলছে।।।

সাঁ ডেনি প্রিফেক্সারের সিদ্ধান্ত আনুযায়ী ঐ এলাকার সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে এবং ঐ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঐ এলাকার কর্ম জীবী সবাইকে আজ কাজে না গিয়ে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ।

এই অভিযানে অন্তত ২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে একজন নারী রয়েছে। যার নাম  হাসনা এবং বয়স ২৬ বছর।

অভিযানটি শুরু হওয়ার পর  ফ্রান্সের স্থানীয় সময় ভোর রাত ৪ টা ৩০ মিনিটে প্রথম বিস্ফোরনটি হয় এবং অপারেশন শুরুর ৩ ঘন্টা পর সকাল ৭টা ৩০ মিনিটে নতুন করে আবার বিস্ফোরনের ব্যাপক শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে আরও এক বা দুই জন সন্ত্রাসী বাসাটির মধ্যে থাকতে পারে।

এই অভিযানে অন্তত তিন জন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ওলাদ, প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাজিনোভ সাঁ ডেনির সন্ত্রাস বিরোধী অভিযানের বিষয়ে এলিসি প্রাসাদে জরুরী সভায় মিলিত হয়েছেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে তিন জনই ঐ এপার্টম্যান্টের সাথে জড়িত। এবং এর মধ্যে একজন নারী রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবদেল হামিদ আবাউদ এবং আবদেসালাম সালা নেই বলে প্রসিকিউটর নিশ্চিত করেছেন।

প্যারিস প্রসিকিউটর ফ্রঁসোয়া মোলাঁ জানিয়েছেন , নিহত সন্ত্রাসীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন বুধবারের অভিযানে মোট ৫০০০ (পাঁচ হাজার) গুলি  বিনিময় করে পুলিশ।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply