• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর – সোমবার জামায়াতের হরতাল

| নভেম্বর 21, 2015 | 0 Comments

102616_thumb_102589_saদেশের খবর: দিনভর নাটকীয়তা শেষে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২ টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর হয়। বুধবার যখন আপিল বিভাগ তাদের রিভিউ আবেদন খারিজ  করে দেয় তখনই নিশ্চিত হয়ে যায় মৃত্যুদন্ড কার্যকর শুধুই সময়ের ব্যাপার মাত্র। কারাকতৃপক্ষ এবং সংশ্লিষ্ট দফতর তাদের কার্যক্রম এগিয়ে নেয়। বৃহস্পতিবার রাতে রিভিউ খারিজের রায় গিয়ে পৌঁছায় কারাগারে। এরপরই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইবেন কি-না সে প্রশ্ন সামনে আসে। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন। তবে এ খবর নাকচ করে দেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার। এ দুইজনের মৃত্যুদন্ড কার্যকরকে কেন্দ্র করে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

দলের সেক্রেটারি  জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে হত্যা করা হয়েছে দাবি করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার দিবাগত রাত দেড়টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-আজ গায়েবানা জানাজা ও দোয়া এবং ২৩শে নভেম্বর সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply