• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৮

| জানুয়ারী 9, 2016 | 0 Comments

sirajganj-accident_185114দেশের খবর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর পৃথক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান দিলুর ছেলে শরীফ রানাসহ (৩৫) কমপক্ষে ৮জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৯টার দিকে দুটি দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি যানবাহন একে অপরকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশ ও দমকল বাহিনীর ৫ সদস্য রয়েছেন।
এদিকে, নিহতের সংখ্যার বিষয়ে পুলিশ ও সিভিল সার্জন ৮ জন বললেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৯ জনের লাশ উদ্ধার করেছেন বলে তারা নিশ্চিত করেছেন।
সেতুর ওপর পৃথক দুর্ঘটনায় হতাহতের ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, ওই দুর্ঘটনায় মাইক্রোবাসে ঢাকা যাবার পথে ভূমিমন্ত্রীর ছেলেও নিহত হন।
বাংলাদেশ সেতু কতৃপক্ষ (বিবিএ)’র সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সেতুর পূর্ব প্রান্তে ৩০ ও ৪০ নং পিলারের মাঝামাঝিতে প্রথম দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর ঢাকাগামী একটি গরুর ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে সংঘর্ষের সূত্রপাত। এরপর আরো দুটি বাস ও মাইক্রেবাস দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটির পেছনে ধাক্কা খায়। এসময় ৪ বাসযাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।
তিনি জানান, প্রথম দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ করতে না করতেই সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পশ্চিম পাড়ে সেতুর ওপর ৩০ থেকে ৩২ নং পিলারের মাঝামাঝিতে ঢাকাগামী হানিফ, ন্যাশনাল পরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ আরো ১৬টি যানবাহন পর পর ধাক্কা খায়। এসময় ভূমি মন্ত্রীর ছেলে শরিফ রানাসহ আরো ৫জন নিহত কমপক্ষে ২৫ জন আহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জও টাঙ্গাইল জেলা সদরের হাসপাতালে পাঠনো হয়েছে।
সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকেশলী আবুল কালাম আজাদ জানান, ঘন কুয়াশার কারণে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি যানবাহন একে অপরের সাথে ধাক্কা খেয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৪জনের লাশ সেতু পূর্ব থানায় এবং ২ জনের লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে।
টাঙ্গাইল সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক নুরল ইসলাম জানান, আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, দুটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হবার কথা বলছে সেতু কর্তৃপক্ষ। উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে পুলিশ ও দমকল বাহিনীর ৫ জন সদস্য আহত হন। তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আশরাফ উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩০ জনকে সিরাজগঞ্জে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অজ্ঞাত দুইজন চিকিৎরত অবস্থায় মারা গেছেন।
এদিকে, দুর্ঘটনার কারণে সকাল থেকেই সেতুর দুইপাড়েই যানবাহনের দীর্ঘ লাইন ও যানজটের সৃষ্টি হয়। সকাল ১১ টার পর পরিস্থিতি কিছুটা ট্রাফিক ও সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আসে।

 

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply