ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ১০ ই জানুয়ারী রোববার ফ্রান্সের প্যারিসের লা শাপেলের একটি রেষ্টুরেন্টে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ফ্রান্স আওয়ামীলীগ’র সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সর্ব ইউরোপীয় আওয়ামীলীগ’র সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি,ফ্রান্স আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,সহ সভাপতি এম এ কাসেম, সিনিয়র উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু, সহ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন , মো শাহেদ আলী, জিয়াউল হক নাসির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ,মজিবুর রহমান,বঙ্গবন্ধু পরিষদ সহ সভাপতি শাহিন আরমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, নগর আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল ইকবাল,আন্তর্জাতিক সম্পাদক আতিকুজ্জামান,যুব সম্পাদক সেলিম ওয়াদা সেলু, আইন সম্পাদক সুমন বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল হাসান সেলিম,ফয়সল উদ্দিন,জহিরুল হক প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ফ্রান্স কর্মজীবী আওয়ামীলীগের সভাপতি নুরুল আবেদিন, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন।
বক্তারা খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন – বেগম জিয়া যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য যতই চেষ্ঠা করেন না কেন তা আর সম্ভব নয়।তিনি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন তাই তার শরিক দল থাকে ছেড়ে চলে যাচ্ছে। একইসাথে তারা আরো বলেন উদ্যোগ ‘বিএনপি চেয়ারপারসন ধ্বংসাত্মক রাজনীতির নামে দেশবাসীকে পুড়িয়ে মারা এবং গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়া ভোটারদের ‘কুকুর’ বলার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে বক্তারা বলেন – দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলা-দেশের মাটিতে পা রাখেন। জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। জাতির পিতা তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা।’
Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ