সিরিয়া সংকট সমাধানের জন্য নয়া সংবিধান প্রয়োজন: প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন, রাজনৈতিক উপায়ে সিরিয়ার সংকট সমাধানের লক্ষ্যে দেশটির জন্য একটি নয়া সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় সিরিয়ায় সাংবিধানিক সংস্কার জরুরি। তবে এটি অবশ্যই একটি জটিল প্রক্রিয়া।”
(মঙ্গলবার) পুতিনের সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন। এতে তিনি আরো বলেন, “এবং তারপর নতুন সংবিধান অনুসারে সিরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন করতে হবে।” সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে দেশটির সরকারের পাশাপাশি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গেও রাশিয়া যোগাযোগ রাখছে বলে জানান তিনি।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরিয়ার অনুরোধে সাড়া দিয়ে এই অভিযানে নামে মস্কো।
সাক্ষাৎকারে ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান টানাপড়েন প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এই টানাপড়েন সিরিয়া সংকট নিরসনের প্রচেষ্টাকে জটিল করে তুলবে। সাক্ষাৎকারে তিনি তেহরান-রিয়াদ সম্পর্ককে স্বাভাবিক করতে মধ্যস্থতা করারও ইচ্ছে ব্যক্ত করেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ