• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৬২ জনের সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষের সমান

| জানুয়ারী 18, 2016 | 0 Comments

4bhi0901afabf218rc_620C350আন্তর্জাতিক:  বর্তমানে মাত্র ৬২ জন শীর্ষস্থানীয় ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৩৬০ কোটি দরিদ্র মানুষের মোট সম্পদ মাত্র ৬২ জন শীর্ষস্থানীয় ধনীর সম্পদের সমান।

 ওই ৬২ জনের সম্পদের পরিমাণ প্রতিদিনই ব্যাপক মাত্রায় বেড়ে চলেছে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্সফামের গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের ১ শতাংশ ধনীর সম্পদের পরিমাণ বাকি ৯৯ শতাংশের সমান।

 সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গবেষণাটি প্রকাশ করেছে অক্সফাম।

 গবেষণার জন্য অক্সফাম সুইজারল্যান্ডভিত্তিক ক্রেডিট সুইসের অক্টোবর মাসের উপাত্ত ব্যবহার করেছে। ওই সম্মেলন থেকে এ বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অক্সফাম।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply