ফ্রান্স আওয়ামী-কর্মজীবী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্স আওয়ামী-কর্মজীবী লীগের গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জানুয়ারী রোববার বিকেলে পখ দো লাশাফিলের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামী-কর্মজীবী লীগের সভাপতি নুরুল আবেদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রুহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,সহ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,জাকির হোসেন ,ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু,ইউরোপ আওয়ামী -কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,নগর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খান,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। ফারুক আহমদের শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শাহাজাহান সরু খান,সাগর খান,মোতালেব হোসেন,জহির উদ্দিন,জাহেদ হোসেন,হাসান আহমদ,ময়্জুল ইসলাম,হাবিব আহমদ,মাসুম আহমদ,তৈয়বুর রহমান,দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোটের নেতারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত। আর এর নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী যে কোনো চক্রান্ত রাজনৈতিকভাবে রুখে দিতে সদা প্রস্তুত রয়েছে। শহীদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেত্রী ও দলের নেতাদের বিরূপ মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা দিয়েছেন। তিনি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন। অথচ বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রের ভয়ে নির্বাচনে অংশ নেয়নি। ভোট কেন্দ্রে জ্বালাও-পোড়াও করে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছে। ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা পেয়েছে বলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। গণতন্ত্র রক্ষা পেয়েছে বলেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে।
Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ