ফ্রান্সে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা ওলাঁদের
ইউরো সংবাদ: গত বছর নভেম্বরের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সেই জরুরি অবস্থার মেয়াদ শেষ না হতেই এবার দেশটিতে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা’ করলেন তিনি। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে নিজের জয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার তিনি অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা দেন। সংবাদসূত্র : নিউইয়র্ক টাইমস সোমবার দেয়া ঘোষণায় ওলাঁদ বলেন, তার এই ঘোষণার লক্ষ্য দেশটির বিদ্যমান উচ্চ বেকারত্বের অবস্থান। জরুরি পদক্ষেপ গ্রহণ করে ৫ লাখ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, ছোট কোম্পানিগুলোর জন্য ভর্তুকি এবং উদ্যোক্তা সৃষ্টি করতে চান তিনি। তিনি আরো বলেন, ‘প্রবৃদ্ধি যাতে আরো শক্তিশালী হয় এবং চাকরির সুযোগ যাতে আরো অবারিত হয়, সেজন্য আমাদের কাজ করতে হবে।’ তার মতে, ফ্রান্সে দীর্ঘদিন ধরে কাঠামোগত বেকারত্ব বিরাজ করছে এবং এটার সংস্কার দরকার। আর ১৫ মাস পরেই দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে নিজের দ্বিতীয় দফা বিজয় নিশ্চিত করতে চান এই সোশ্যালিস্ট নেতা। ফলে তার এই জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক বলেই বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, তার সময়ে অন্যান্য ইউরোপীয় দেশে বেকারত্ব কমলেও ফ্রান্সে বেড়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France