বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি: অস্ট্রেলিয়া যুবলীগ
বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। ৩০ লাখ শহীদের রক্ত আর ৪ লাখ মা-বোনের ইজ্জত হারিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে পাক বাহিনী অত্যান্ত ঠান্ডা মাথায় সারাদেশের বুদ্ধিজীবিদের খুঁজে তাদেরকে ধরে রাতের আধারে হত্যা করে। মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল পাক বাহিনী ও তাদের দোসররা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের পরাধীনতার জিঞ্জির ছিড়ে আজকের বাংলাদেশের জন্ম দেয়। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল বিশ্বের রোল মডেলের দেশ পরিণত হয়েছে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ১৪ ডিসেম্বর সোমবার সিডনির কস্তুরী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন অলোক।
সভার শুরুতে ১৯৭১ সালের জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্টজর্জ যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেইন, সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক এস এম আমিনুল রুবেল, নবনির্বাচিত কেন্টারবুরী যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাঈফ রানা, সাধারন সম্পাদক সবুজ চক্রবর্তী, ক্যাম্বেলটাউন যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এলিজা টুম্পা, সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম হাফিজ, লাকেম্বা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলি আশরাফ হিমেল, অস্ট্রেলিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেইন, প্রচার সম্পাদক মেহেদী হাসান শাহিন, সদস্য ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক লিয়াকত আলি লিটন, সদস্য ও অস্ট্রেলিয়া ছাত্রলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, ক্যাম্পবেলটাউন ইউনিট কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিঠু বর্মণ, ক্যাম্পবেলটাউন ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, সদস্য এস এম বকুল, সমাজকর্মী তৌফিক ওয়াহাব। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগেরসহ-আন্তরজাতিক বিষয়ক সম্পাদক গাউসুল আলম, আওয়ামী লীগ নেতা এমদাদ হক, শিমুল রবীন, মুক্তিযোদ্ধা সংসদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ আজাদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ও প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির। সভায় সর্বসম্মতিক্রমে কেন্টারবুরী যুবলীগের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান হৃদয়, ওবাউদুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব রহমতুল্লাহ, আবুল কালাম আজাদ ও সুলতান আরেফিন।
Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা