ফ্রান্সের বিচার মন্ত্রী ক্রিস্টিয়ান তোবিরা আজ সকালে সরকারের মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন।
ব্রেকিং নিউজঃ ফ্রান্সের বিচার মন্ত্রী ক্রিস্টিয়ান তোবিরা আজ সকালে ক্ষমতাশীন সমাজবাদী সরকারের মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদের নিকট তিনি ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেয়ার বিধান রেখে একটি বিতর্কিত বিল পার্লামেন্টে উত্থাপনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।
প্যারিসে গত ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ ব্যক্তি নিহত হওয়ার পর ফ্রান্সে সন্ত্রাসীদের নাগরিকত্ব বাতিলের আলোচনা শুরু হয়। তাউবিরা এই বিতর্কিত বিলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বিচারমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।
বিতর্কিত বিলটির অন্যতম সমর্থক ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যাল্স’র ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত জন-জ্যাক উরভোয়াসকে নয়া বিচারমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
ফ্রেঞ্চ গায়ানায় জন্মগ্রহণকারী কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ তাউবিরা বিচারমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ফ্রান্সের উগ্র ডান-পন্থি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বর্ণবাদী উপহাসের শিকার হয়েছেন। এ ছাড়া, প্যারিস হামলার পর প্রেসিডেন্ট ওলাঁদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে তাউবিরার বাম-পন্থি দল কোনঠাসা হয়ে পড়েছিল।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ