• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিডনিতে বরিশালের এক্স-ক্যাডেটদের ষষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

| জানুয়ারী 31, 2016 | 0 Comments

1-28-2016-1-30-50-PM-5552728 বিশ্বজুড়ে বাংলা: গত ২৬ জানুয়ারী, ২০১৬ মঙ্গলবার ‘অস্ট্রেলিয়া ডে’ সার্থকভাবে উদযাপনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় বরিশালের এক্স-ক্যাডেটদের ষষ্ঠ পুনর্মিলনীর অনুষ্ঠান। সিডনির ব্রাইটন-লি-স্যান্ডসের ‘কাইমা রিজার্ভ বোট র‍্যাম্প’ এর পাশে সকাল থেকেই অস্ট্রেলিয়ায় বসবাসরত বরিশালের এক্স-ক্যাডেটরা একত্রিত হতে থাকে এই ষষ্ঠ পুনর্মিলনীতে যোগদানের উদ্দেশ্যে।

সকাল ৯.০০ টা অবধি কিছুটা বৃষ্টি থাকলেও এর পরপরই হাস্যমুখর ক্যাডেটদের উপস্থিতির সাথে সাথে সূর্যও যেন হেসে উঠে। নদীর ধারের খোলা বাতাস, রৌদ্রজ্জল দিন আর পরিবার সহ এক্স-ক্যাডেটদের আন্দনমুখর মুহূর্তগুলো উপস্থিত সবার হৃদয়কেই ছুঁয়ে যায় সন্ধ্যা ৮.০০টা পর্যন্ত।

সকালের নাস্তা থেকে শুরু করে বারবিকিউ, দুপুরের কাচ্চি বিরিয়ানী ও বিকেলের চা-নাস্তাসহ খাবারের আয়োজনের কমতি ছিলনা এতটুকু। সেই সাথে সিডনি এয়ারপোর্ট সংলগ্ন বে’ তে ব্যক্তিগত স্পীডবোটে পালাক্রমে এক্স-ক্যাডেটদের পরিবারসহ ভ্রমণ, ফিশিং আর সুইমিং এর আনন্দঘন পরিবেশে সুদীর্ঘ বারো ঘণ্টার এই সময়টুকু যেন মুহূর্তেই শেষ হয়ে যায়।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বরিশালের এক্স-ক্যাডেটদের আয়োজিত এই অস্ট্রেলিয়াডে’পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন সর্ব জ্যেষ্ঠ ক্যাডেট হিসেবে চতুর্থ ব্যাচের, বর্তমানে অস্ট্রেলিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল শফিক সেলিম (ক্যাডেট নম্বরঃ ১৫৯) ও সর্ব কনিষ্ঠ ক্যাডেট হিসেবে উপস্থিত ছিলেন ২৪ তম ব্যাচের এসএএম রেজয়ানুর রহমান (ক্যাডেট নম্বরঃ ১২৩১)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ম ব্যাচের শিবলী হাসান (ক্যাডেট নম্বরঃ ৩৮৭),একই ব্যাচের খান আনিস (ক্যাডেট নম্বরঃ ৪১০), একাদশ ব্যাচের আমিনুর রহমান (ক্যাডেট নম্বরঃ ৫১৫),১১তম ব্যাচের রাজু হুদা (ক্যাডেট নম্বরঃ ৫৪৬), একই ব্যাচের ফজলে রাব্বী (ক্যাডেট নম্বরঃ ৫৫৭), ১৫ তম ব্যাচের এক্স ক্যাডেট শাহীন রেজা (ক্যাডেট নম্বরঃ ৭৩৬), ১৬ তম ব্যাচের ফয়সাল হালিম (ক্যাডেট নম্বরঃ ৭৮০), ১৬তম ব্যাচের আবুল কালাম আজাদ (ক্যাডেট নম্বরঃ ৮১৪), ১৮ তম ব্যাচের ব্রিজবেন অধিবাসী ক্যাডেট সাব্বির আহমেদ, ১৯তম ব্যাচের মোঃ আবিদ মাহমুদ (ক্যাডেট নম্বরঃ ৯৬২) এবং ২০ তম ব্যাচের সাব্বির জোয়ারদার (ক্যাডেট নম্বরঃ ৯৮৫)।

সিডনিতে আয়োজিত এই ষষ্ঠ পুনর্মিলনীতে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ৭ম ব্যাচের বদরুল মুনির (ক্যাডেট নম্বরঃ ৩২২), দ্বাদশ ব্যাচের আরিফুজ্জামান (ক্যাডেট নম্বরঃ ৫৮৮), ১৩ তম ব্যাচের মোঃ আবদুল্লাহ আল মামুন (ক্যাডেট নম্বরঃ ৬২৩),একই ব্যাচের ক্যাডেট শামীম (ক্যাডেট নম্বরঃ ৬৩৫), ১৬তম ব্যাচের মেহেদী ইসলাম (ক্যাডেট নম্বরঃ ৮২৩) ও ১৮ তম ব্যাচের মাঈনুল হোসেইন (ক্যাডেট নম্বরঃ ৮৮২)।

২০১৭ সালের ‘অস্ট্রেলিয়া ডে’ এর পূর্ববর্তী শনিবার অর্থাৎ ২১ জানুয়ারী ২০১৭ তে বরিশালের এক্স-ক্যাডেটদের সপ্তম পুনর্মিলনীর ঘোষণা দিয়ে ও উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দিনটির সমাপ্তি ঘোষণা করেন লেফটেন্যান্ট কর্নেল শফিক সেলিম।

Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply