• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাষ্ট্রীয় দায়িত্বে প্রবাসীর মরদেহ দেশে প্রেরণের দাবি আদায়ের লক্ষ্যে প্যারিসে এক গণ স্বাক্ষর প্রদান কর্মসূচী

| ফেব্রুয়ারী 1, 2016 | 0 Comments

12399313_10207455716403832_89831912_nইউরোবিডি কমিউনিটি সংবাদ: যে প্রবাসী সারা জীবন লক্ষ লক্ষ টাকা দেশে পাঠিয়েছেন , রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভুমিকা রেখেছেন। অনেক প্রবাসী ভাই -বোনের নছীয়ত -শেষ ইচ্ছা তার মিত্যুর পর তার মরদেহ টা যেন মাতৃভূমি বাংলার মাটিতে পাঠানো হয়। একজন অসহায় প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব টা রাষ্ট্র নিবেনা কেন? একজন প্রবাসীর মরদেহ টা দেশে পাঠানোর জন্য কেন মানুষের কাছে বার বার হাত পাতা লাগবে, দোকানে দোকানে দান বাক্স দিতে হবে ? বিষয়টা অমানবিক নয় কি? এই মানবিক বিষয় গুলো বিবেচনায় রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় দায়িত্বে প্রবাসীর মরদেহ দেশে প্রেরণের জন্য প্রবাসীদের ন্য্যয্য দাবি আদায়ের লক্ষ্যে ইয়ং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সর্বস্তরের ফ্রান্স প্রবাসীদের এক গণ স্বাক্ষর প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।  আয়োজকরা এই উদ্যোগ সফল করার লক্ষ্যে প্যারিসের  ক্যাফে রয়ালে ৩১শে জানুয়ারী এক সভায় মিলিত হন।

 সভায় রাষ্ট্রীয় দায়িত্বে প্রবাসীর মরদেহ দেশে প্রেরণের ন্য্যয্য দাবি আদায়ের লক্ষ্যে প্যারিসের গণ স্বাক্ষর প্রদান কর্মসূচীর সময় সীমা আগামি ২৮ ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে ।  ১ ফেব্রুয়ারী রোজ সোমবার থেকে গণস্বাক্ষর ফরম  নিম্নোক্ত ঠিকানাসমূহ ও ব্যাক্তি বর্গের কাছে পাওয়া যাবে।
১.ক্যাফে রয়্যাল, [রেজা ভাই এর রেস্টুরেন্ট]
২. মিডিয়া টেলিকম, [মমিন ভাই এর দোকান ]
৩. বাংলা বাজার [ ইসলাম ভাই এর দোকান]
৪. যমুনা ক্যাশ এন্ড ক্যারি
৫. বাংলা ট্রেড ইন্টার ন্যাশনাল [ জে এম জি এয়ার কার্গো ]
এবং নিম্নোক্ত বেক্তি বর্গের কাছে,
১.মোঃ নুর ইসলাম হক- ০৭৫১২১৪৬১৪
২. নাসির উদ্দিন নাসিম-০৭৬১৩৯৪২২৩
৩. মাহমুদ উল হাসান রাজু – ০৭৫১১৫১৪৯৬
৪. মিয়া মইন উদ্দিন ফয়সাল – ০৭৫১৪১৬৮৬৯
৫. জয় শিকদার – ০৬৫১৮১৯৫৪৫
৬. গোলাম রাব্বানি কানিয – ০৭৫১২৪০৪৭৭
৭. দাউদ খান – ০৭৫৩৬৮৬৯১৯
৮. ফরিদ আহমেদ রনি – ০৭৫৩৬৪৮১১৫
৯. প্রবীর দা – ০৬৯৫০০৯৪৮৮
১০. মাওলাদ ভাই- ০৭৫১৩৫৮৭৫১
১১. বেনযির আহমেদ খান ভাই[ লিওন] – ০৯৮২২৯৬৫১২
আরও যারা এই মহৎ কাজে ভলান্টিয়ার এর দায়িত্ব পালন করতে চান, তারা যোগাযোগ করুন  । যোগাযোগ :  ইয়ং বাংলাদেশ ফাউন্ডেশন , প্যারিস ,ফ্রান্স। দেলোয়ার হোসাইন  : 6 09 45 38 65 .মিয়া মোহাম্মেদ ফয়সাল :0751416869

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply