আশ্রয় না দিয়ে ৮০,০০০ অভিবাসীকে বহিষ্কার করবে সুইডেন
ইউরো সংবাদ/ ২০১৫ সালে সুইডেনে প্রবেশকারী প্রায় ৮০,০০০ শরণার্থীকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার। স্টকহোম বলেছে, রাজনৈতিক আশ্রয় পাওয়ার মতো যোগ্যতা এসব বক্তির নেই। সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগেম্যান বলেছেন, এই মুহূর্তে ৬০ হাজার মানুষের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ৮০ হাজারে গিয়ে ঠেকতে পারে।
মন্ত্রী আরো বলেছেন, এসব ব্যক্তিকে বহিষ্কারের কাজে পুলিশ ও কর্তৃপক্ষের সহযোগিতা নেয়া হবে।
ইগেম্যান জানান, এই ৮০ হাজার মানুষের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়নি এবং বিশেষ ভাড়া করা বিমানে করে তাদেরকে সুইডেন থেকে বের করে দেয়া হবে। শরণার্থীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদেরকে বহিষ্কারের কাজ সম্পন্ন করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনের জনসংখ্যা প্রায় এক কোটি। দেশটি ২০১৫ সালে অন্তত এক লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে। জনসংখ্যার তুলনায় আশ্রয় দেয়া ব্যক্তিদের সংখ্যার দিক দিয়ে ইউরোপীয় দেশগুলোর সবচেয়ে এগিয়ে রয়েছে সুইডেন। ইউরোপীয় দেশগুলোতে গত বছর অন্তত ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক, সিরিয়া, লিবিয়া ও আফগানিস্তানের নাগরিক।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ