মার্কিন ‘স্বৈরতন্ত্র’ মোকাবেলায় নয়া জোট গঠন করতে চায় রাশিয়া
আন্তর্জাতিক: সারা বিশ্বের ওপর চাপিয়ে দেয়া মার্কিন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একটি আন্তজার্তিক জোট গঠনের আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটির পরিচালক আলেক্সান্ডার বাস্ট্রিকিন গত শুক্রবার বলেছেন, আন্তার্জাতিক রাজনীতির পরিমণ্ডলে বিশ্বের সব জাতির সমান অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বে ভারসাম্যমূলক নয়া নীতির প্রয়োজন রয়েছে।
বিশ্বের রাজনীতিতে মার্কিন এবং তার পশ্চিমা মিত্রদেশগুলোর চাপিয়ে দেয়া স্বৈরচারী নীতির বিপরিতে সম্ভাব্য নয়া মেরুকরণ সৃষ্টিতে এই আন্তার্জতিক জোট কাজ করতে পারে বলে মস্কোয় একটি গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বাস্ট্রিকিন আরো বলেন, ওয়াশিংটনের রাজনৈতিক আধিপত্য তার আর্থিক শক্তির ওপর প্রতিষ্ঠিত।বিশ্ব অর্থনীতিতে ‘অনিয়ন্ত্রিত এবং অনিশ্চিত’ ডলার প্রবেশ করিয়ে ওয়াশিংটন এই প্রভাব বিস্তার করছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন এই আন্তর্জাতিক জোটকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারের ব্যবহার থেকে ক্রমান্বয়ে বের হয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি বাজারের মূল্য কমিয়ে দেয়াসহ মুদ্রা যুদ্ধের আদলে মার্কিন ডলারের অনিয়ন্ত্রিত সম্প্রসারণের মাধ্যমে ওয়াশিংটন এবং তার মিত্রদেশগুলো মস্কোর বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধে’ লিপ্ত বলেও রাশিয়ার এই কর্মকর্তা দাবি করেন।
Category: 1stpage, Scroll_Head_Line, শীর্ষ সংবাদ