• ৩ জ্যৈষ্ঠ ,১৪৩১,17 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ায় গোলা বর্ষণকে বৈধ অধিকার বললেন এরদোগান

| ফেব্রুয়ারী 22, 2016 | 0 Comments

4bk22237c9c56a41ld_620C350আন্তর্জাতিক:  সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলা বর্ষণকে বৈধ অধিকার বলে আবারো দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ায় কুর্দি অবস্থান গোলা বর্ষণ বন্ধের বিষয়ে যখন আন্তর্জাতিক মহল থেকে তুরস্কের প্রতি বার বার আহ্বান জানানো হচ্ছে তখন এরদোগান এ কথা বললেন।

 তিনি বলেন, “এ মুহূর্তে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি তা হচ্ছে বৈধ প্রতিরক্ষা অধিকার। কেউ তুরস্কের এ বৈধ অধিকার সীমিত বা অস্বীকার করতে পারে না।”

 এর আগে, সিরিয়ার সরকার কুর্দি অবস্থানে হামলা বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এর মাধ্যমে আংকারা চরমভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এছাড়া, তুরস্ক সিরিয়ার বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে। এর পাশাপাশি আমেরিকা, ফ্রান্স ও রাশিয়া সিরিয়ায় হামলা বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে তবে সেসব কথায় কান দেয় নি আংকারা সরকার।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply