প্যারিসের আইফেল টাওয়ারে একুশে উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বিনম্র শ্রদ্ধায় প্যারিসের আইফেল টাওয়ার পাদদেশে একুশে উদযাপনের আহবানে ৫২’র ভাষা শহীদদের স্মরণ করছে হাজার হাজার ফ্রান্স প্রবাসী।
কন্ঠে একুশের গান ,মনের ভেতর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ,হাতে হাতে সকলের রঙিন ফুল ,এইত আমার একুশে ফেব্রুয়ারী। সকলের পথ যেন এসে মিশেছে আইফেল টাওয়ারে। উপস্তিত সকলের কন্ঠে ছিল আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর । ছোট্ট বড় সকল বয়সের মানুষের ঢল নাম নামে এসময়।
একে একে বাংলাদেশ দূতাবাস , একুশে উদযাপন পরিষদ ,ফ্রান্স আওয়ামীলীগ ,ফ্রান্স বিএনপি ,ইয়ুথ ক্লাব ফ্রান্স ,আয়েবা সহ প্যারিসে বসবাসরত শিল্পী সাহিত্যিক সাংবাদিকরা অস্তায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রবাসের সকল ব্যস্ততা ফেলে রেখে ফ্রান্সের পঞ্চাশের অধিক বাংলাদেশী সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ৫২এর ভাষা শহীদদের ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করতে সমবেত মানুষের ভিড় হয় মহামিলন মেলা ।কিছুসময়ের জন্য আইফেল টাওয়ার হয়ে উঠে একটি ছোট্ট বাংলাদেশ।
Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ