• ২০ কার্তিক ,১৪৩১,04 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

একুশের প্রথম প্রহরে আটলান্টায় উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

| ফেব্রুয়ারী 22, 2016 | 0 Comments

ekus-prothom-phohor-kidsবিশ্বজুড়ে বাংলা: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্যে পৃথিবীর ইতিহাসে জীবন উৎসর্গ করেছিল কেবলমাত্র একটি জাতি, আর সে জাতি বাঙালি জাতি। বায়ান্ন সালের এই দিনেই ঢাকার রাজপথ বুকের রক্তে ভিজিয়েছিল সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অসংখ্য তরুণ-যুবা। সেই থেকে একুশ আমাদের চেতনার প্রতীক, বাঙালীর স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক অগ্রযাত্রার দিক নির্দেশনা। পৃথিবী মানুষ আজ এই একুশকে চিনতে শিখেছে জাতিসংঘের অভাবনীয় স্বীকৃতির মধ্য দিয়ে। পৃথিবীর বুকে ২১ ফেব্রুয়ারি এখন আর শুধু বীর শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিনই নয়, বাঙালীর মাথা উঁচু করে দাঁড়ানোর দিনই নয়, বিশ্ববাসীর কাছে এটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটি গৌরবময় অধ্যায়ের দিন।

জর্জিয়া রাজ্যের আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে প্রতিবারের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হল বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে। তবে এবছর এটি ছিল দুইটি পৃথক ভেন্যুতে পৃথক আয়োজনে। জর্জিয়া বাংলাদেশ সমিতি  যথারীতি আয়োজন করেছিল মাতৃভাষা দিবসের অনুষ্ঠান একুশের প্রথম প্রহরে। এই অনুষ্ঠানে আটলান্টার বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনগুলো বার্কমার হাই স্কুল মিলনায়তনের অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধায়।

bag-ekush-768x370

স্বাগতিক সংগঠন জর্জিয়া বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনের পর একে একে পুস্পস্তবক অর্পণ করেন জর্জিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী, জর্জিয়া আওয়ামীলীগের একাংশ, জর্জিয়া আওয়ামী যুবলীগ, জর্জিয়া বিএনপি (হামিদ), গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ পূজা সমিতি, জালালাবাদ এ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া নোয়াখালী সমিতি, শনিবারের চিঠি, বলাকা ইন্সুরেন্স প্রমুখ। এর আগে একুশের শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি, আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দিদারুল আলম গাজী, জাহাঙ্গীর  হোসেন, আহমাদুর রহমান, শেখ জামাল, মিনহাজুল ইসলাম বাদল, ভাস্কর চন্দ, মাহবুবুর রহমান ভূঁইয়া, শ্যাম চন্দ, ইলা চন্দ, মাইসুন মালিহা, মোহন জব্বার, নুরুল ইসলাম তালুকদার, ইলিয়াস হাসান, সুহেল হাসান প্রমুখ।

অন্যদিকে একই সময়ে সর্বজনীন কমিটির পরিচালনায় পৃথকভাবে একুশ উদযাপিত হয়েছে গ্লোবাল মলস্থ আসিয়ানা রেস্টুরেন্টে। বাঙালীর চেতনা ও ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় ধারণ ও স্মরণ করতে একুশের প্রথম প্রহরে প্রবাসী বাঙালী ও বিভিন্ন সংগঠনগুলো অস্থায়ী শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে।

এসময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে  ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি… এই চেতনা ও উদ্দীপনার একুশের গানের মধ্য দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে ধীর পদক্ষেপে সকলে একে একে পুস্পস্তবক অর্পণ করে প্রবাসে বাংলাদেশের ঐতিহাসিক একুশকে তুলে ধরে। এসময় অসংখ্য শিশু-কিশোর ও বর্ষীয়ান প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।

অস্থায়ী শহীদ মিনারে জর্জিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান জর্জিয়া সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব সাদমান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’র সভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক ও সাধারণ সম্পাদক অসীম সাহাসহ অন্যান্য কর্মকর্তা। পুস্প স্তবক অর্পণ করে আটলান্টার মুক্ত চিন্তা সুস্থ্য ধারার সংগঠন বাংলাধারা, সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব জর্জিয়া, মুক্তিযোদ্ধা সংসদ, আটলান্টা কালচারাল সোসাইটি, জর্জিয়া পূজা সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বেঙ্গলি বয়েস, সেবা লাইব্রেরি, আটলান্টা স্পোর্টস ফেডারেশন প্রমুখ।

মহান একুশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ডাঃ মুহাম্মদ আলী মানিক, হুমায়ুন কবির কাওসার, সাংবাদিক শামসুল আলম, মাহমুদ রহমান, মাহবুবুর রহমান ভূঁইয়া, এম মওলা দিলু, দিলীপ কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানচিত্র নিউজ ডট কমের সম্পাদক এ এইচ রাসেল।

এদিকে জর্জিয়া বিএনপি এবছর এই পরিস্থিতিতে গ্রহন করেছে ভিন্ন পন্থা। তাদের মতে, যেহেতু আটলান্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনটি বিভক্ত হয়ে পড়েছে, একারনে এই পরিস্থিতিতে দুটি পৃথক আয়োজনের কোনটিতেই অংশগ্রহণ না করে নিজস্ব উদযোগে দিবসটিকে উদযাপন করাই শ্রেয়।

ফলে একুশের প্রথম প্রহরে সংগঠনটি স্থানীয় লিলবার্ন ক্যাফে রেস্টুরেন্টে একত্রিত হয়ে ভাষা শহীদের স্মরণ করেছে ভাবগম্ভীর পরিবেশে। পুস্পস্তবক অর্পণ করেছে গভীর শ্রদ্ধায়।

সংগঠনের সভাপতি নাহিদুল খান সাহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ রহমান, চার সহ সভাপতি যথাক্রমে মামুন শরীফ, আজিজুল হাকিম, মোহাম্মদ খান লোদী ও নবুয়ত মজলিশ। তিন যুগ্ম সম্পাদক যথাক্রমে আব্দুল জব্বার, ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন ও মোহাম্মদ খান সজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল খান আপেল, সহ  সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, এম কে মাহমুদ, আরিফুর রহমান, মনির হোসেন, হারুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন ও উপদেষ্টা ডিউক খান।

Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply