নিউইয়র্কে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
বিশ্বজুড়ে বাংলা: একুশের প্রথম প্রহরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।বাংলাদেশ সোসাইটি জ্যাকসন হাইটসস্থ নান্দুস অডিটোরিয়ামে রাত ১২টা ১ মিনিটে, মুক্তিযোদ্ধ সংসদ জ্যাকসন হাইটসে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন রাত ১২ টা ১ মিনিটে সাউন্ডভিউ অডিটোরিয়ামে, জ্যামাইকা বাংলাদেশ ফেন্ড্রস সোসাইটি জ্যামাইকা এক্সিট রিয়েলেটিতে রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান একুশে ফেব্রুয়ারি পালন করেন। এ ছাড়া সন্ধ্যায় থেকে একুশের উপর আলোচনা, নতুন প্রজন্মের শিশু- কিশোদের একুশ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সব আলোচনায় বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দ ছাড়াও মূলধারা রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন। আলোচকরা সর্বত্র বাংলা ভাষা চালুর দাবি জানান এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা তুলে ধারার আহবান জানান। তারা আরো বলেন, একুশের পথ ধরেই আমাদের স্বাধীনতা, সুতরাং একুশের চেতনায় গনতান্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশ-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম, যুবদল, ছাত্রদল, যুবলীগ, জাতীয় পার্টি, কুমিল্লা সোসাইটি, সমিতি ও ফাউন্ডেশন, বৃহত্তর রাজশাহী সমিতি ও ফাউন্ডেশন, সিলেট, চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, বরিশাল সমিতিসহ সকল সামাজিক সাস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী।
Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা