• ১৯ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানির একটি নির্মাণাধীন মসজিদে ফেলে রাখা হলো মরা শুকর

| মার্চ 1, 2016 | 0 Comments

4bk110ed6f0c642fql_620C350 ইউরো সংবাদ: জার্মানির পুলিশ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরের একটি নির্মাণাধীন মসজিদে মরা শুকর ফেলে রাখা হয়েছিল। শুকরের গায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম লিখে রাখা হয়।

মৃত শুকরের গায়ে লাল কালিতে ’মুত্তি মার্কেল’’ লেখা ছিল। মার্কেল অনেক বছর যাবত জার্মানিতে ‘মুত্তি’ বা ‘মা’ হিসেবে পরিচিত। এ ঘটনার সঙ্গে দেশটিতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার সম্পর্ক আছে বলে পরোক্ষভাবে স্বীকার করেছে জার্মান পুলিশ।

পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং লিপজিগের মেয়র ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply