• ১৯ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বেলজিয়াম বি.এন.পির ২১ফেব্রুয়ারী পালন

| ফেব্রুয়ারী 25, 2013 | 0 Comments

আলমহোসেন,বেলজিয়াম:-

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বেলজিয়াম শাখার উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ২১ফেব্রুয়ারী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্টিত হয়।বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিকের সভাপতিত্বে ও সহসভাপতি মনোয়ার হোসেন মুন্নার পরিচালনায় সভায় বক্তারা বলেন:সরকার মুখে গনতন্ত্রের কথা বললেও গনতন্ত্র বিশ্বাস করেনা।সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা,গুম ও নির্যাতনের জন্য আওয়ামীলীগ সরকারকে দায়ী করে বক্তারা বলেন: আগামী মেয়াদে জোরপূর্বক ক্ষমতায় যাওয়ার লক্ষে তও্বাবধায়ক সরকার পদ্ধতী বাতিল করেছে।দেশে নির্দলীয় তও্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন দেশের মানুষ মেনে নিবেনা।এছাড়া গনতান্ত্রিক দাবী আদায়ে আন্দোলন কারীদের গুম করে হত্যা করছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেত্রীত্বে স্বৈরাচারী সরকারের বিরোদ্ধে রুখে দাড়ানোর আহবান জানানো হয়।এসভায় দেশে বিদেশে জরুরী গনআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হাজার বছরের সাংস্থতিক ঐতিহ্যর উওরাধীকারী জাতীর অর্জিত অহংকারের দিন বীরের এজাতী শৌষ মন্ডিত ও গর্বিত এক মহান মাইলফলক স্মৃতি জাগানিয়া মহান একুশে শহীদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।সভায় বক্তব্য রাখেন:সহসভাপতি খলিল ইব্রাহিম,সহসভাপতি নাসির উদ্দিন,সহসভাপতি আলী জাহাঙ্গীর,সাজা মিয়া,সৈয়দ মাহমুদ,টি.এম.ওয়ারেছ বাচ্ছু,আব্দুল আজিজ হাওলাদার,যুগ্নসম্পাদক তছু মিয়া,জাহিদুল ইসলাম,ছিদ্দিকুর রহমান,সানুর আলী,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,সহসাংগঠনিক আলী দিপু,শ্যামল আহমদ,আবুল হাসনাত,অর্থসম্পাদক বুরহানউদ্দিন,দপ্তর সম্পাদক আলম হোসেন,সমাজসেবা সম্পাদক লুৎপুর রহমান মিলন,হাসান লিটন,হারুন রশিদ,ফিরোজ আহমদ,আ.ন.ম মহসিন,কয়েছ আহমদ,সামছুল খান,আহমদ চৌঃ,ছাদিকুর রহমান,ফিরোজ আলী,জিয়াউল হক,সাইদুর রহমান।

Category: Community Belgium, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply