• ১৩ বৈশাখ ,১৪৩১,27 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তারেক রহমানের আপিলের সুযোগ নেই : দুদক আইনজীবী

| জুলাই 22, 2016 | 0 Comments

TAREKদেশের খবর: সদ্য কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, তারেক রহমানের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। তিনি এখন পলাতক। বিচারিক আদালতে আত্মসমর্পণের পরই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

খুরশিদ আলম খান বলেন, আইনে পলাতক ব্যক্তির আপিলের সুযোগ নেই।

বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।

এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply