• ১২ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ডেনমার্কে শীতকালীন পিঠা উৎসব আয়োজিত

| জানুয়ারী 24, 2017 | 0 Comments

01222017_06_DENMARK_PITHAইউরোবিডি কমিউনিটি সংবাদ: ডেনমার্ক এর কোপেনহেগেন গত ২১ জানুয়ারী ডেনমার্ক প্রবাসী বাঙালিরা শীতকালীন পিঠা উৎসব এর আয়োজন করেছে। প্রবাসে থেকে ও বাঙালি সংস্কৃতিকে মনন মগজে লালন করে বলেই বাঙালির নানা ধরণের পিঠা এর বাহারি রঙে সজ্জিত ছিল পিঠা এর বিভিন্ন স্টল। বাঙালির লোকজ সংস্কৃতির চির ঐতিহ্য বাঙালির হরেক রকমের পিঠা। পুলি পিঠা , ভাপা পিঠা , চিতই পিঠা ,ঝাল পিঠা , চিত্ত হরণ , চিড়া পিঠা সহ নানা ধরণের পিঠার সমারোহ ছিল। উপস্থিত সবাই বিভিন্ন ধরণের পিঠা এর স্বাদ গ্রহণ করে। প্রবাসে থেকে ও এক সাথে সব ধরণের পিঠা দেখা ও স্বাদ নেওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। পিঠা উৎসবের সাথে বাঙালির লোকজ গান এর মূর্ছনা ছিল উপভোগ্য। সব বয়সের ছেলে মেয়েরা পিঠা এর স্বাদ গ্রহণ করে। ডা. সানন্দা ইকবাল এর সার্বিক সমন্বয়ে ডেনমার্ক প্রবাসী বাঙালিরা পিঠা উৎসবের আয়োজন করে। উৎসব মুখর পরিবেশ এর ডেনমার্ক এর পরিচিত শিল্পী ওমর ভাই এর গান ছিল অনন্য পরিবেশনা। পিঠা উৎসবের শেষে রাফ্যল ড্র অনুষ্ঠিত হয়।

ডেনমার্ক এর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম , সংগীত শিল্পী শোয়েব ভাই , ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু , সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , জাহাঙ্গীর আলম , সোমা সিদ্দিকা , হিল্লোল বড়ুয়া ,কোহিনূর আখতার মুকুল , ইফতেখার সম্রাট সহ আরো অনেকে।

Category: Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply