• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসী পুলিশদের আচরণের ওপর কড়া নির্দেশ জারি!

| মার্চ 2, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: ফরাসী কোন পুলিশ কোন সন্দেহভাজন ব্যাক্তিকে ফরাসী ভাষায় ‘তু’ যার অর্থ (তুমি বা তুই) এ ধরনের বাক্য ব্যায় করতে পারবে না। এখন থেকে যেকোন ব্যাক্তির সাথে কথা বলার সময় অবশ্যই তাকে স্যার কিংবা ম্যাডাম (ফরাসী ভাষায়) বলে সম্বোধন করতে হবে।

ফরাসী পুলিশদের একটি নতুন “ Code Of Conduct” বা আচার-ব্যবহারের নীতি অনুসারে যেকোন ব্যাক্তিকে কথা বলার সময় অবশ্যই তাকে স্যার কিংবা ম্যাডাম (ফরাসী ভাষায়) বলে সম্বোধন করার নীতি মেনে চলতে হবে যা পরবর্তী মাস হতে কার্যকর হবে।

যে কোনো পরিস্থিতিতে – কোন পুলিশ কর্মকর্তার পাবলিক সদস্যদের  “tu” [“তুমি বা তুই”, একবচন]  সম্বোধন স্পষ্টভাবে  নিষিদ্ধ। পরিবর্তে, যে কোন ব্যাক্তির সাথে কথা বলতে এখন থেকে প্রথাগত “vous” ব্যবহার [“আপনি”] করা হবে।

আচার- ব্যবহারের নতুন কোড অনুসারে: “পুলিশ কর্মকর্তা সাধারণ জনগণের কাজে নিয়োজিত রয়েছে। সুতরাং, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক সৌজন্যে দ্বারা চিহ্নিত করা আবশ্যক। এই অনানুষ্ঠানিক ‘tu’ কোন সৌজন্য আচরণের অন্তর্ভূক্ত নয়।

অফিসারগণ সব পরিস্থিতিতে  কোন ব্যাক্তির সঙ্গে একটি আদর্শ ও  মর্যাদাপূর্ণ সম্মান আচরণ করবেন বলে আশা করা হয়। এই বিনিময়ে তারা বেশী সম্মান পেয়ে অনুপ্রাণিত হবেন। “

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply