• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের স্ট্যাটাসহীনদের নাগরিকত্ব নিশ্চিত হতে চলেছে

| মার্চ 2, 2013 | 0 Comments

স্ট্যাটাসহীনদের নাগরিকত্ব নিশ্চিত হতে চলেছে

ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐকমত্য

যুক্তরাষ্ট্র: বাজেট প্রশ্নে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদেও মধ্যে টানাপোড়েন চললেও ইমিগ্রেশন ইস্যু নিয়ে আলোচনায় উভয়পক্ষ আরো কাছাকাছি চলে এসেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের নাগরিকত্বের পথ করে দিয়ে একটি সমন্বিত ইমিগ্রেশন আইন প্রণয়নের কাজ চলছে। আইন প্রণেতারা যেমন এই আইনের রূপরেখা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে হোয়াইট হাউসও বসে নেই। প্রেসিডেন্ট বারাক ওবামা এই আইন নিয়ে মঙ্গলবার রিপাবলিকান নীতি-নির্ধারকদের সাথে বৈঠক করেছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, সিনেটে ’গ্যাং-এইট’ নামে পরিচিত বাই-পার্টিজান সিনেটরদের গ্রুপের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর, ২০০৮ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ম্যাক কেইন ও অন্যতম সদস্য লিন্ডসে গ্রাহামের সাথে প্রেসিডেন্ট বারাক ওবামা সমন্বিত ইমিগ্রেশন আইন নিয়ে মতবিনিময় করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ম্যাক কেইন ও লিন্ডসে গ্রাহাম উভয়েই পেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বলেন, প্রেসিডেন্ট সমন্বিত ইমিগ্রেশন আইন নিয়ে রিপাবলিকানদের দৃষ্টিভংগি অনুধাবন করেছেন। বিশেষ করে ১ কোটি ১০ লাখ স্টেটাসবিহীন ইমিগ্র্যান্টকে বৈধতার ক্ষেত্রে বর্ডার সিকিউরিটির বিষয়ে প্রেসিডেন্ট গুরুত্ব দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আইনের রূপরেখা যাই হোক না ১ কোটি ১০ লাখ স্টেটাসবিহীন ইমিগ্র্যান্ট যে নাগরিকত্বের প্রাপ্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করার সুযোগ পেতে যাচ্ছেন এটা এখন সময়ের ব্যাপার। এই স্টেটাসবিহীন ইমিগ্র্যান্টরা নাগরিকত্ব পাবেন সে ব্যাপারেও এতোদিন বিবাদরত ডেমোক্রাট ও রিপাবলিকানরা এখন একমত।

এ ক্ষেত্রে চলতি সপ্তাহে নতুন আশাবাদের সৃষ্টি হয় হাউস জুডিশিয়ারী কমিটির চেয়ারম্যান রিপাবলিকান নীতি নির্ধারকদের অন্যতম বব গুডলেট এই নাগরিকত্ব প্রদানের বিষয়ে সমর্থনদানের মধ্য দিয়ে। বব দীঘদিন ধরেই এই নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করে আসছিলেন।

ম্যাক কেইনও এই নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছেন। অ্যারিজোনাতে রিপাবলিকনা দলের এক সমাবেশে তিনি এই স্টেটাসবিহীন ১ কোটি ১০ লাখ ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিকত্ব প্রদানের ইঙ্গিত দিয়ে দলীয় সমর্থকদের বলেন, আমাদের এতো বাস নেই যে এই ১কোটি ১০লাখ মানুষকে আমরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবো। তিনি বলেন, এই ইমিগ্র্যান্টদের এদেশে বৈধভাবে বসবাসের জন্য একটি পথ করে দেওয়াই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম।

প্রেসিডেন্ট বারাক ওবামা তার ব্যাক-আপ বিলে স্টেটাসবিহীন ইমিগ্র্যান্টদের নাগরিকত্বের বিধানের কথা বলেছেন। রিপাবলিকানও এখন এই নাগরিকত্ব প্রদানের পক্ষে। গ্যাং-এইট গ্রুপে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ঐক্যের ভিত্তিতে যে সমন্বিত ইমিগ্রেশন বিলের খসড়া প্রস্তুত করছেন সেখানেও তারা ইতিমধ্যেই এই স্টেটাসবিহীন ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব প্রদানের কথা বলেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রভাবশালী রিপাকলিকান নেতা ম্যাক কেইন ও লিডসে গ্রাহামের সাথে বৈঠকে সমন্বিত ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে এই প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এখন একই কাতাওে অবস্থান করছেন।

পর্যবেক্ষকরা বলছেন, ইমিগ্রেশন ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ব্যাপক মতোবিরোধ থাকলেও এখন সেটা কমে এসেছে। বিশেষ করে ১ কোটি ১০ লাখ ইমিগ্র্যান্ট প্রশ্নে তারা এখন নীতিগতভাবে একমত। তবে কি প্রক্রিয়ায় এই ১ কোটি ১০ লাখ ইমিগ্র্যাান্টকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হবে সে বিষয়ে এখন আলাপ আলোচনা এগোচ্ছে।

এদিকে একটি সমন্বিত ইমিগ্রেশন আইন প্রণয়নের বিষয়টি ধীরে ধীরে এগিয়ে আসার সাথে সাথে ইমিগ্রেশন ইস্যুতে সক্রিয় নাগরিক অধিকার আন্দোলনের নেতারা ডিপোর্টেশন আইনের শিথিল প্রয়োগের দাবী করেছেন। তারা বলছেন, ১ কোটি ১০ লাখ স্টেটাসবিহীন ইমিগ্র্যান্টদের বৈধকরনের প্রক্রিয়া যখন এগিয়ে চলছে এই অবস্থায় তাদের কাউকে ডিপোর্টেশন করাটা অমানবিক।

বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত মানবাধিকার আন্দোলনের নেতারা বলেন, প্রেসিডেন্ট ওবামা নিজেই ইমিগ্রেশন আইন প্রণয়নে একটি দিক-নির্দেশনা দিয়ে প্রচারণা জোরদার করেছেন। এই অবস্থায় তার উচিত ডিপোর্টেশন আইনের কড়াকড়ি বন্ধে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।

নেতারা বলেন, প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদের চার বছরে ইমিগ্রেশন আইন্ এতোই কড়াকড়িভাবে প্রয়োগ হয়েছে যে, প্রেসিডেন্ট জর্জ বুশের ২ দফার ৮ বছর মেয়াতে যতো সংখ্যক আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টকে ডিপোর্টেশন করা হয়েছে, প্রেসিডেন্ট ওবামার প্রথম দফা মেয়াদের ৪ বছরে তার চেয়েও বেশী সংখ্যক আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, প্রেসিডেন্ট ওবামার ৪ বছর মেয়াদে প্রায় ১৬ লাখ আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টকে ডিপোর্টেশন করা হয়েছে। এই সংখ্যা ১৯৯২সাল থেকে ১৯৯৭সাল পর্যন্ত যে সংখ্যায় আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টকে ডিপোর্টেশন করা হয়েছিল তার সমান।

ক্রিশ্চিয়ান সোস্যাল অ্যাকশন গ্রুপের চীপ এক্সিকিউটিভ জিম ওয়ালিস এ প্রসঙ্গে বলেন, ইমিগ্রেশন আইনে যখন একটি ব্যাপক পরিবর্তন আসছে ঠিক সেই সময়ে একটি ভঙ্গুর আইনের কঠোর প্রয়োগকে আমরা ধূর্ততা বলে অভিহিত করতে পারি।

প্রেসিডেন্টের ওবামার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি একটি পরিবার ভেঙ্গে ফেলাকে রাজনীতি হিসাবে গ্রহণ করেন, তবে আমরা আপনার বিরুদ্ধে অবশ্যই কথা বলবো।

তিনি বলেন, ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত ২ বছরে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের প্রায় ২লাখ পিতামাতাকে ডিপোর্টেশন করা হয়েছে। এই প্রক্রিয়া এখন বন্ধ করা প্রয়োজন।

Category: 1stpage, বিশ্বজুড়ে বাংলা, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply