• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর আচমকা উত্তর মালি পরিদর্শন

| মার্চ 8, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী Jean-Yves Le Drian, বৃহস্পতিবার  আচমকা উত্তর মালির ইসলামী মিলিশিয়া পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “মিশন এখনো শেষ হয়নি”।

Le Drian , উত্তরের প্রধান শহর GAO- তে পৌছানোর আগে  Ifogha- পর্বতের Ametettai- উপত্যকায় অবস্থানরত ছিলেন যা আলজেরিয়া সীমানার কাছাকাছি এবং যেখানে সশস্ত্র ইসলামী গ্রুপ  জানুয়ারী থেকে অবস্থান করছে।

Le Drian –তাদেরকে দেখতে যান যারা শত কষ্টের মধ্যেও অদম্য সাহস নিয়ে ঐ এলাকায় লড়াই করে যাচ্ছে।

এর আগে,  একটি টিভিতে সাক্ষাৎকারে তিনি ঐ এলাকায় নিহত দুই ফরাসী সৈন্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “ মিশন এখানেই শেষ নয়, এটা পরে জাতিসংঘের অধীন আফ্রিকান মিশনকে সমর্পণ করে আমরা প্রত্যাহার করবো।”

GAO পরিদর্শনের পর  Le Drian রাজধানী বামাকোতে চলে যান।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply