• ১৯ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে করোনার ৭ম ঢেউঃ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,৪৭,২৪৮জন।

| জুলাই 1, 2022 | 0 Comments

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছে ১,৪৭,২৪৮জন। নাইট ম্যারের মতো এগিয়ে আসছে করোনার ৭ম ঢেউ। ইতিমধ্যে আবারও ফ্রান্সের প্রায় সব জেলায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত সাত দিনে গড়ে প্রায় ৬৬,৪৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে, যার হার প্রতিদিন বেড়েই চলেছে। হাসপাতাল গুলো করোনা রোগী ভর্তিতে হিমশিম খাচ্ছে। সকল বয়সের মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আজ প্রায় ১ লক্ষ ৪৭ হাজারের উপরে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে এক বার্তায় সবাইকে আবারও যানবাহনে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন। ২০২০ সালের হানা দেয়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার “স্বাস্থ্য জরুরি অবস্থা” ঘোষনা করেছিলেন, যা ২০২১ সালে এসে আবার বর্ধিত করেছিলেন যা ৩১শে জুলাই ২০২২ পর্যন্ত কার্যকর আছে। কিন্তু জুলাইয়ের পরে আবার “স্বাস্থ্য জরুরি অবস্থা” ঘোষণা করতে হলে আবারও সংসদে পাস করতে হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেহেতু এবার ম্যাক্রোঁ সরকারের একক সংখ্যা গরিষ্ঠতা নেই, তাই আবার বিল পাস করতে হলে বাধার মুখে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিটি প্যারামিটারেই আক্রান্তের সংখ্যা বেড়েছে আশঙ্কা জনক হারে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ, হেল্থ ইস্যুজ

About the Author ()

Leave a Reply