গ্যাস নিয়ে পশ্চিমাদের যেভাবে চাপে রেখেছে রাশিয়া
পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাতে এখন বড় অস্ত্র জ্বালানি। দেশটির প্রাকৃতিক গ্যাসের ওপর ইউরোপের বেশ কয়েকটি দেশের নির্ভরশীলতা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ যখন মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে, তখন রাশিয়ার পাল্টা জবাব আসছে গ্যাসের মাধ্যমে।
সর্বশেষ শনিবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম। শর্ত ভঙ্গের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যাসের জন্য মূলত রাশিয়ার ওপরই নির্ভর করে লাটভিয়া।
গ্যাস নিয়ে পশ্চিমা দেশ ও রাশিয়ার যুদ্ধ কিন্তু একেবারে নতুন নয়। এ দ্বন্দ্বের শুরুটা কবে, আর কীভাবে তা দিন দিন গভীর হয়েছে, তা তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ