ইউক্রেন যুদ্ধকে চীন কেন ভিন্ন চোখে দেখছে?
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপে অনেকগুলো সংঘাত যে আসন্ন, তারই সূচনা। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মতো ইউরোপেও কি একই ধরনের সংঘাত দেখতে যাচ্ছি? গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের একজন পণ্ডিত আমাকে এই প্রশ্নটি করেন। তাঁর এই যুক্তি থেকে এটা স্পষ্ট যে ইউরোপের ভূরাজনীতিকে বদলে দিতে যাওয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অ–পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গিটা পশ্চিমাদের তুলনায় অনেকটাই ভিন্ন।
চীনের বুদ্ধিজীবী ও পণ্ডিতদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গিটা আমি বুঝতে পেরেছি। পশ্চিমারা যেভাবে ভাবেন, তার চেয়ে একেবারে মৌলিকভাবে ভিন্ন অবস্থান চীনাদের। ইউক্রেন যুদ্ধের জন্য ক্রেমলিনের চেয়ে ন্যাটোর সম্প্রসারণ প্রচেষ্টাকে দোষ দেন তাঁরা। চীনাদের মৌলিক কৌশলগত ধারণাগুলোও আমাদের বিপরীত।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ