• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বেলজিয়াম বিএনপি’র সংবাদ সম্মেলন, সরকারের পদত্যাগ দাবী করে নানা কর্মসূচি

| মার্চ 10, 2013 | 0 Comments

আলম হোসেন,বেলজিয়ামঃ– বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি বেলজিয়াম শাখা ১০ই মার্চ ২০১৩ইং,রোজ রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপি গণহত্যা বন্ধের আহবান জানিয়ে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক বলেনঃ-“গত কয়েক দিন ধরে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগ  নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে।গত চার বছর ধরে দেশ পরিচালনায় সম্পূর্ন রূপে ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারন মানুষকে নির্বিচারে গুলি করে সরকার এখন গণহত্যার কর্মসূচী পালন করছে।রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদ এখন ভয়াবহ রূপে আত্বপ্রকাশ করেছে।গত কয়েক দিনে শতাদিক লোককে হত্যা করা হয়েছে এর মধ্যে নারী শিশু ও বৃদ্ধারাও বাদ যায়নি।পুলিশ,র‌্যাব ও বিজিবির লোহমর্ষক হত্যাকান্ডে জাতি আজ স্তম্ভিত দেশবাসি ও আমরা যারা প্রবাসে আছি গভীর উদ্দেগ উৎকন্টায় দিন কাটাচ্ছি।আওয়ামীলীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গনতান্ত্রিক প্রতিষ্ঠান বিপন্ন করে মানুষের জানমালের নিরাপওাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।এই সরকার ক্ষমতায় থাকলে দেশ আরও বিপর্যয়ের দিকে ধাবিত হবে।যে কারণে আমরা অনতিবিলম্বে এই  সরকারের পদত্যাগ দাবী করছি।”

এছাড়া সংবাদ সম্মেলনে বেলজিয়াম বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেন:

কর্মসূচীঃ-*১১ই মার্চ ইউরোপিয়ান কমিশনে প্রেসিডেন্ট বরাবর স্বারকলিপি ও বিক্ষোভ সমাবেশ।*৩ এপ্রিল বি.এন.পির শীর্ষ নেতৃবৃন্দের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও।*নিখোঁজ বি.এন.পি নেতা এম.ইলিয়াস আলীর সন্ধান দাবীতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বরাবর স্বারকলিপি।

এসময় উপস্থিত ছিলেন বেলজিয়াম বি.এন.পির সহ-সভাপতি খলিল ইব্রাহিম,সহ-সভাপতি মনোয়ার হোসেন মুন্না,সহ-সভাপতি নাসির উদ্দিন,সহ-সভাপতি এম.এ রাজ্জাক সাজা,সহ-সভাপতি মহিউদ্দিন সেলিম,বাচ্চু,আমির আলী,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,স্পেন বি.এন.পির সভাপতি খুরশেদ আলম মজুমদার,যুগ্ন-সম্পাদক তছু মিয়া,অর্থসম্পাদক বেলজিয়াম বি.এন.পি বুরহান উদ্দিন,সহসাধারন সম্পাদক আবুল হাসনাত,সামছুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আলী দিপু,সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল আহমদ,সমাজ সেবা সম্পাদক লুৎপুর রহমান মিলন,দপ্তর সম্পাদক আলম হোসেন,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আ.ন.ম মহসিন,বি.এন.পি নেতা মাটিন,হুদা পিয়াস,মমো,স্বপন উদ্দিন,ইরান আলী,জাহিদ, ফয়সল আহমদ,জসিম,রিপন।

Category: Community Belgium, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply