• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মালিতে জিহাদীদের পক্ষে যুদ্ধে ফরাসি প্রাক্তন পুলিশ !!!

| মার্চ 19, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ:  আলজিয়ার্সে জন্মগ্রহণকারী এবং উত্তর মালিতে যুদ্ধে বন্দী একজন ফরাসি জেহাদীর বোন নিজে বন্দী হবার পর জানায়, তার ভাই একসময় ফ্রান্স পুলিশ বাহিনীতে কর্মরত ছিল এবং সে আশা করে যেহেতু তার ভাই এমন একটি পেশায় নিয়োজিত ছিল তাই দেশদ্রোহীতার জন্য হয়ত তাকে শাস্তি কিছুটা বিবেচনা করে দেয়া হতে পারে।

 সোমবার তার বোন জানায়, তার ভাই যে একজন ফরাসি নাগরিক এবং তার নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করে মার্চের শুরুতে ফরাসি বাহিনীর হাতে বন্দী হয়, সে একজন প্রাক্তন পুলিশ অফিসার।

তার নাম Djamel এবং ৩৭ বছর বয়সী আলজিয়ার্সে জন্মগ্রহন করা এই ফরাসি নাগরিক, ১৯৯০ সালের শেষে ফৌজি – পুলিশ বাহিনী,  একটি জাতীয় পুলিশ বাহিনী যা ফরাসি সামরিক বাহিনীর অংশ, এতে যোগদান করেন।

কিন্তু যখন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তাঁর কর্মজীবনের শেষ হয় এবং তার বিবাহ ভেঙ্গে যায় তখন Djamel ধর্মীয় চরমপন্থার দিকে ধাবিত হয়।

উত্তর মালিতে ফরাসি নেতৃত্বাধীন অভিযানের সময় তাকে মার্চের শুরুতে বন্দী করা হয় যেন ঐসব যোদ্ধাদের হদিস পাওয়া যায় যারা ​​দশ মাস ধরে সুবিশাল অর্ধ শুষ্ক অঞ্চল  দখল করে রেখেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply