শীর্ষ ফরাসি আইনজীবী অলিভিয়ের ম্যাটজনারের মৃতদেহ পাওয়া গেছে
বিশিষ্ট আইনজীবি ফরাসি অলিভিয়ের ম্যাটজনার, যিনি অতি উচ্চ পর্যায়ের লোকদের যেমন প্রাক্তন ফরাসি প্রধানমন্ত্রী ডমিনিক দে ভিলেপিনদের মত লোকদের আইনজীবি হিসেবে বিখ্যাত ছিলেন, তার মৃতদেহ রোববার ব্রিটানিতে তার বাড়ির কাছের একটি সমুদ্র সৈকতে পাওয়া যায়।
পুলিশ ফ্রান্স এর বিশিষ্ট এই ব্যাক্তির বাড়ির কাছের একটি সৈকতে তার ধৌত শরীর আবিষ্কার করে।
পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, ৬৩ বছর বয়সী অলিভিয়ের ম্যাটজনারকে রবিবার সকাল নয়টায় মৃত পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি একটি চিঠি রেখে যান।
তাঁর সহযোগী, অ্যান্টোনিন লেভি, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে, ম্যাটজনারের মৃত্যু ফরাসিদের জন্য বিপুল ক্ষতি। তিনি একজন “মহান আইনজীবি এবং একজন যোদ্ধা” ছিলেন।
লেভি, ফরাসি মিডিয়া রিপোর্টকে নিশ্চিত করতে পারেনি, মৃত্যুর আগে ম্যাটজনারের লেখা চিঠিটি একটি সুইসাইড নোট ছিল কিনা।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ