• ১৯ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে উইকিপিডিয়ার অভিযোগ!!

| এপ্রিল 8, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ

 উইকিপিডিয়া পিছনে কর্মরত সংস্থা উইকিমিডিয়া ফ্রান্স ইন্টিলিজেন্স কে অভিযুক্ত করেছে কেননা ফ্রান্সের গোয়েন্দা সংস্থা উইকিপিডিয়ার একজন স্বেচ্ছাসেবককে জোরপূর্বক একটি আর্টিকেল অপসারণ করাতে চেয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হয়,  ফ্রান্সের গোয়েন্দা সংস্থা এ কাজটি করেছে কেননা আর্টিকেলটিতে  বিভিন্ন সামরিক গোপন তথ্য প্রকাশিত হয়েছে।

উইকিমিডিয়া ( উইকিপিডিয়ার মূল সংস্থা), শনিবার একটি বিবৃতি প্রকাশ করে যে,   ফ্রান্স এর (DCRI) গোয়েন্দা সংস্থা  উইকিপিডিয়ার একজন স্বেচ্ছাসেবককে জোরপূর্বক একটি আর্টিকেল অপসারণ করাতে চেয়েছে কেননা এতে সামরিক গোপন তথ্য প্রকাশিত হয়ে পড়বে।

পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পরে, উইকিপিডিয়া এর আইনি টিম সিদ্ধান্ত দেয়,  এতে এমন কোন তথ্য নেই যার কারনে আর্টিকেলটিকে মুছে ফেলার প্রয়োজন হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply