• ২১ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট

| এপ্রিল 16, 2013 | 0 Comments

আন্তর্জাতিক : হুগো শ্যাভেজের সমাজতান্ত্রিক নীতিতে আবারো আস্থা রাখল ভেনেজুয়েলা। শ্যাভেজ-উত্তর দেশটিতে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে ৫০.৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্যাভেজের উত্তরসূরি ৫০ বছর বয়সী নিকোলাস মাদুরো। এ জয়ের ফলে ভেনেজুয়েলায় শ্যাভেজ প্রবর্তিত সমাজতান্ত্রিক নীতি ও কর্মসূচি চালু রাখতে পারবেন। রোববার রাতে এই নির্বাচনী ফল ঘোষণা করে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন। মাদুরোর প্রতিদ্বন্দ্বী হেনরি ক্যাপরিলস পেয়েছেন ৪৯.১ শতাংশ। ফল ঘোষণার পর ক্যাপরিলস তা প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে। তবে নির্বাচন কমিশন বলেছে, এই ফল ‘অপরিবর্তনীয়’। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স, আল-জাজিরা, এপি
রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হেনরি ক্যাপরিলসকে অল্প ব্যবধানে পরাজিত করেই সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচন কমিশনের রোববার রাতে ঘোষিত ফলে দেখা গেছে, মাদুরো ৫০.৮ ও ক্যাপরিলস ৪৯.১ শতাংশ ভোট পেয়েছেন। শ্যাভেজ-পরবর্তী ভেনেজুয়েলার গতিবিধি নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ। দেশটির নির্বাচন কমিশন জানায়, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে নির্বাচন। বিজয়ী মাদুরো ১৯ এপ্রিল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ৫ মার্চ দেশটির প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে তিনিই তার মনোনীত উত্তরসূরি হিসেবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। নতুন মেয়াদে শপথ নেয়ার পর তিনি ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিশ্লেষকরা বলেছেন নির্বাচন পূর্ব ধারণার চেয়েও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।
নির্বাচনে জয়ের ফল প্রকাশ হওয়ার পরপরই রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থকরা জাতীয় পতাকা হাতে রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। তারা আতশবাজি পুড়িয়ে রঙিন করে তোলে কারাকাসের রাতের আকাশ। অন্যদিকে ক্যাপরিলসের অনেক সমর্থক হতাশায় ভেঙে পড়ে। ফল ঘোষণার পর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এক বিজয় ভাষণে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মাদুরো বলেন, ‘এটি একটি ন্যায়, আইনসঙ্গত ও সাংবিধানিক বিজয়।’ সদ্যপ্রয়াত ‘কমান্ডার’ শ্যাভেজ সম্পর্কে তিনি বলেন, ‘এই নির্বাচন দেখিয়ে দিয়েছে, হুগো শ্যাভেজ কতটা অপরাজেয় এবং ভবিষ্যতেও তিনি বিজয়ী হবেন।’ শ্যাভেজের অনুসৃত সব নীতি ও কর্মসূচি চালু রাখার ঘোষণাও দেন মাদুরো। এ সময় যারা তাকে ভোট দেননি তাদেরও একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ফল প্রত্যাখ্যান ক্যাপরিলসের : এদিকে পরাজিত প্রার্থী ও মিরান্দা রাজ্যের গভর্নর হেনরি ক্যাপরিলস নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। ক্যাপরিলস বলেছেন, ‘নির্বাচনে ফলে দেশের বাস্তবতার প্রতিফলন ঘটেনি। তাই সত্য জানার জন্য আমরা সব কিছুই করব।’ ভোটের ফল টিভিতে প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরই মাদুরো এ অভিযোগ করেন। নির্বাচনে সরকারের পরাজয় ঘটেছে বলেও তিনি দাবি করেন। এরপর তিনি সরাসরি মাদুরোকে সম্বোধন করে মিডিয়ার সামনে বলেন, ‘আজকের সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি আপনি। জনগণ আপনাকে ভালোবাসে না।’ তিনি বলেন, ‘আবার ভোট গণনা না করা পর্যন্ত আমি ফল মেনে নেব না।’ এর আগে রোববার সকালে ক্যাপরিলস নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। কিন্তু দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণার সময় বলেছে, এই ফল ‘অপরিবর্তনীয়’। বিজয়ী মাদুরোও মুখ খুলেছেন বিরোধী প্রার্থীর দাবির ব্যাপারে। বিজয় ভাষণের সময়ই তিনি বলেন, ‘এ ব্যাপারে ক্যাপরিলসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভোট পুনঃগণনার কথা বলেছেন।’ মাদুরো জানিয়েছেন, তিনি নির্বাচনের ফলের পরীক্ষার অনুমতি দেবেন। ভোটে হারার পর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও ভোটের আগে দুই প্রার্থীই প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের ফল মেনে নেবেন।
মাদুরোর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড : এদিকে ভোট চলাকালেই নবনির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়াও নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত তার দুটি ওয়েবসাইটও হ্যাকারদের আক্রমণের শিকার হয়। মাদুরোর নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা জর্জ রড্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্ট কার্যালয়ের তত্ত্বাবধানে মাদুরোর যে কটি অ্যাকাউন্ট রয়েছে, তার সবগুলোই হ্যাক করা হয়েছে।’ ভোট গ্রহণের শেষ পর্যায়ে ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি। সরকারি ভিটিভি টেলিভিশনকে তিনি বলেন, এটি বিরোধী ক্যাপরিলসের সমর্থকদের বেপরোয়া মনোভাবের আরেকটি নমুনা।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply