• ২৪ বৈশাখ ,১৪৩১,07 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

একজন ক্যানসার রোগী বাঁচালেন একজন এম্বুলেন্স ড্রাইভারের প্রাণ!

| এপ্রিল 19, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  একজন ক্যানসার রোগী বাঁচালেন একজন এম্বুলেন্স ড্রাইভারের প্রাণ। এম্বুলেন্সের ড্রাইভারের পথিমধ্যে হার্ট অ্যাটাক হবার পর  একজন ক্যানসার রোগী এম্বুলেন্সটি চালিয়ে হাসপাতালে নিয়ে বাঁচালেন সেই মৃতপ্রায় ব্যক্তির প্রাণ। যিনি এ মহৎ কাজটি করেছেন তার নাম নায়েত। তিনি ব্রিটেনের বাসিন্দা কিন্তু তিনি উত্তর ফ্রান্সে তার মাতা-পিতার সাথে বসবাসরত আছেন। তিনি বলেন,  ঐ মুহূর্তে তার মাথায় শুধু মানবিকতা কাজ করছিল, কোন সাহসিকতা নয়।

৬০ বছর বয়সী নায়েত ক্যানসার চিকিৎসার সময়টা তার বাবা মায়ের কাছে কাটান।

তিনি বলেন, “এই স্ক্যান আমার শেষ বাঁচার সুযোগ ছিল। লিলে হাসপাতালে অপারেশনে আমার পেট কাটা হয়েছে কিন্তু এই রোগ আমার যকৃতে ছড়িয়ে পড়েছে। আমি কেমো নিয়েছি, দুবার অপারেশন ও করিয়েছি কিন্তু এগুলো তেমন কোন কাজে আসেনি। আমি এখন মনবল নিয়ে কোনমতে বেঁচে আছি।”

তিনি আরও বলেন, “আমি যখন বুঝতে পারলাম সে হার্ট এটাকে আক্রান্ত আমি তাকে বললাম, এখন আমার প্রাণ নয়, তোমার প্রাণ ঝুঁকিতে আছে। গাড়ীর চাবিটা আমাকে দাও।”

তিনি গাড়িটা চালাতে শুরু করলেন এবং ফ্লাশ লাইট অন করলেন কিন্তু সাইরেন তা কিছুতেই বাজছিলনা কিন্তু এই বাধা তাকে একজনের জীবন বাঁচাতে পিছপা করতে পারেনি।

তিনি নিরাপদে ড্রাইভারকে নিয়ে হাসপাতালে পৌঁছান এবং তাকে তিন ঘণ্টা পর তার স্ক্যান দেয়া হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স

About the Author ()

Leave a Reply