• ২৪ বৈশাখ ,১৪৩১,07 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অপহরণ হওয়া ফ্রান্সের পরিবার নাইজেরিয়ায় উদ্ধার!

| এপ্রিল 19, 2013 | 0 Comments

ক্যামেরুনে ফেব্রুয়ারীতে অপহরণ হওয়া ফ্রান্সের পরিবার নাইজেরিয়ায় মুক্তি পেল,তাদেরকে নিয়ে গিয়েছিল Boko Haram Islamist sect এর সদস্যরা,ক্যামেরুনের প্রেসিডেন্ট Paul Biya শুক্রবার একথা ঘোষণা করেন।ফ্রান্সের গনমাধ্যমগুলিও খবর নিশ্চিত করেন।Biya বল্লেন, Moulin-Fermier family এর তিনজন বয়স্ক এবং চারজন শিশু অপহরিত হয়েছিল ১৯ শে ফেব্রুয়ারী ক্যামেরুনের নিকটতম waza nature reserve থেকে, এবং রাত্রিতে তাদেরকে ক্যামেরুনের সরকারের কাছে হস্তান্তর করা হয়।তারা শারিরিক দিক থেকে ভালো আছে ফ্রান্স একথা জানায়ফ্রান্সের বৈদেশিক কূটনৈতীক মন্ত্রী Laurent Fabius সংবাদ পাওয়া মাত্র ক্যামেরুনের উদ্দেশ্যে ছুটে যান।অপহরিত পরিবারটিকে উদ্ধারের ব্যাপারে নাইজেরিয়া ফরাসি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,বিস্তারিত ছাড়াই সরকারিভাবে খবর পাওয়া যায়

ফ্রান্সের সংবাদ জানায় ব্যাপারে অপহরণকারিদের এবং রাষ্ট্রপতি ওঁলাদের মাঝে সরাসরি কোনও বাকবিতন্ডা হয়নি।পরবর্তীতে জানানো হয় যে , জন্য ফ্রান্স সরকার কোন মুক্তিপণ দিবে না ফ্রান্সের যেই থাকুকনা কেন। নাইজেরিয়াও একই কথা বলেছে, Boko Haram এই অপহরণের জন্য দায়ী নাইজেরিয়ার বর্ডার থেকে এটা বেশী দূরে নয়,মাঝেমধ্যে এসব ঘটনা ঘটে থাকে।ফ্রান্সের আরও সাত নাগরিক অপহৃত অবস্থায় সাহেল নামক অজ্ঞাত স্থানে আছে এবং আল-কায়েদা প্রতিহিংসামূলক হুমকি দিয়েছে ফ্রান্সের বিরুদ্ধে কারণ হল মালীতে ফ্রান্সের anti-Islamist offensive শাসন ব্যবস্থা।

 

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply