• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,19 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসি জিম্মি পরিবার এক অগ্নিপরীক্ষার পর অবশেষে প্যারিসে!

| এপ্রিল 20, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফেব্রুয়ারি মাসে উত্তর ক্যামেরুনে জিম্মি করে নিয়ে যাওয়া  ফরাসি পরিবারটি শনিবার ভোরে রাজধানী প্যারিসের ঠিক দক্ষিণে ওরলে বিমানবন্দরে এসে পৌঁছান। তাদেরকে স্বাগত জানান,  ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলাদ এবং তাদের আত্মীয়স্বজন।

তাদের মুখে ছিল ক্লান্ত  কিন্তু  স্মিত এক হাসি। সাত সদস্য বিশিষ্ট এই  ফরাসি পরিবারটি পশ্চিম আফ্রিকায় ইসলামী জঙ্গিদের দ্বারা বন্দিদশায় দুই মাস থেকে তাদের মুক্তির পর তাদের বরণ করে নেন তাদের আত্মীয়স্বজন এবং ফরাসি প্রেসিডেন্ট স্বয়ং নিজে।

পাঁচ থেকে বার বছর বয়সী চার ছেলে সন্তান বিশিষ্ট  Moulin-Fournier পরিবার, পররাষ্ট্রমন্ত্রী Laurent Fabius  সঙ্গে ফরাসি সরকারের ফ্যালকন জেট বিমানে প্যারিসে পৌঁছান।

কম্বল জড়িয়ে সকালে বিস্তৃতভাবে স্মিতহাস্যের সঙ্গে এয়ারপোর্ট এ অবতরণ করেন এবং তাদের আত্মীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 Tanguy Moulin Fournier বলেন. “আমি ফ্রান্সে ফিরে আসতে পেরে  খুবই আনন্দিত। এটি একটি মহান মুহূর্ত।”

ফরাসি প্রেসিডেন্ট এর সাথে ঘোষণা করেন: “আজ, জীবন জিতেছে।”

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply