• ১৬ বৈশাখ ,১৪৩১,30 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

২৪ এপ্রিল থেকে রোমে শুরু হচ্ছে বৈশাখী মেলা ১৪২০

| এপ্রিল 22, 2013 | 0 Comments

A K Zaman, Rome, Italy: ধুমকেতু এবং ইতাল বাংলার উদ্যোগে ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে রোম   প্রবাসীদের বহুল প্রতিক্ষীত বৈশাখী মেলা।

শনিবার ২০এপ্রিল  সন্ধ্যা ৭টায় তরপিনাতারা বাংলা টাউনের ষ্পাইস অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়াকর্মীদের স্বাগত জানিয়ে এবারের বৈশাখী মেলার মিডিয়া কো-অর্ডিনেটর এনটিভি ইউরোপ প্রতিনিধি এ কে জামান বলেন, আয়োজকদের সহযোগীতা পেলে মিডিয়াকর্মীদের পক্ষে এই মেলা বিভিন্ন মিডিয়ায় তুলে ধরতে সাংবাদিকরা আরো বেশী সচেষ্ট থাকবেন।

মেলা সহ-আয়োজক ইতাল বাংলার মুখপাত্র তাইফুর রহমান ছোটন বলেন, মেলার মিডিয়া পার্টনারদের আরো সক্রিয় ভ’মিকা পালন করতে হবে যাতে মেলার প্রচারনা আরো প্রসারিত হয়।

মেলার আরেক সহ-আয়োজক ধুমকেতু কর্নধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন মেলা একটি সার্বজনীন উদ্যোগ আর তাই সবারই উচিত নিজের উদ্যোগে মেলার প্রচার প্রচারনায় সহযোগীতা করা।

এরপরে আগত মিডিয়াকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আয়োজক বৃন্দ জানান, এবারের মেলায় ইতালীয়ান শিল্পীদের বেশ কিছু দেশীয় পরিবেশনা থাকবে, সাথে বৈশাখী র‌্যালী, চিত্রাংকনসহ থাকবে নানা আয়োজন। মেলায় বাংলাদেশ দেশে অন্তত ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। মিডিয়াকর্মীদের জন্য আলাদা মিডিয়া বুথের পাশাপাশি লাইভ প্রচারনার বিশেষ উদ্যোগ নেয়া হবে।

 সংবাদ সম্মেলন এনআরবিজাই সভাপতি মাসিক স্বদেশ বিদেশ সম্পাদক ইকবাল হোসেন, বাংলা প্রেস ক্লাব সভাপতি দৈনিক প্রবাসী সম্পাদক খান রিপন, এনআরবিজাই সাধারন সম্পাদক চ্যানেল আই ইতালী প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু, ইতালী বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাংলা টিভি ইতালী প্রতিনিধি শাওন আহমেদ, দৈনিক জন্মভ’মি সম্পাদক শামীম কবির, এটিএন বাংলা ইতালী প্রতিনিধি হাসান মাহামুদ, চ্যানেল নাইন ইতালী প্রতিনিধি মনিরুজ্জামান, বাংলা ভিশন ইতালী প্রতিনিধি রিয়াজ হোসেন, চ্যানেল এস ইতালী প্রতিনিধি সায়েরা হোসেন রানী, দিগন্ত টিভি ইতালী প্রতিনিধি  এবং দৈনিক ধুমকেতু সম্পাদক আল আমিন, দৈনিক প্রবাসে প্রতিদিন সম্পাদক ইসতেসফার তৌফিক,  দৈনিক প্রথম সকাল সম্পাদক জামিল আলম, যুগান্তর ইতালী প্রতিনিধি জমির হোসেন, ঠিকানা ইতালী প্রতিনিধি নিজাম উদ্দিন, আরটিভি ইতালী প্রতিনিধি সোহাগ সামী, চ্যানেল ৭১ ইতালী প্রতিনিধি মাহাবুবুল আলম প্রধান, সাংবাদিক বিটু মজুমদার, বাংলা নিউজ রোম প্রতিনিধি মারুফ তালুকদার, বাংলা নিউজ এবং এনটিভি নাপোলী প্রতিনিধি ফেরদৌস, দৈনিক জন্মভ’মি রিপোর্টার মেহেদী হোসেন বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Category: Community Italy, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply