• ৬ জ্যৈষ্ঠ ,১৪৩১,20 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সমাবেশ

| এপ্রিল 23, 2013 | 0 Comments
কমিউনিটি সংবাদ: আমার দেশ-এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের উদ্যোগে রোববার ২১।০৪।২০১৩ বিকাল ৪ঘটিকায় প্যারিসের বি সি সি হলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছেৎবাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি ও প্যারিস ভিশন নিউজ স্ম্পাদ্ক এম, এ, মান্নান আজাদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারী অধাপক ইকবাল খানের পরিচালনায় অনুষ্টিত  সমাবেশে ব্ক্তব্য রাখেন বাঙ্লাদেশ ফেদারেশনের  আহবায়ক ডঃ মালিক ফরাজি, বাগপা চেযারম্ান এড.কাজি অব্দুল্লাহ আল মামুন্, চেম্বার অব কমার্স মেনেজিং ডিরেকটর এস এম হায়দর, সাংবাদিক শামসুল ইসলাম্,মাওলানা অব্দুল হামিদ্,কবি হারুনুর রশিদ্,লেখক সুহায়েল আহমদ সুহেল্,সমাজ সেব্ক অবুল কালাম অজাদ ও খোর্শেদ আলম পাটোয়ারী প্রমুখ্ৎ
বক্তারা বলেন, মাহমুদুর রহমানকে গ্রেফতারের ঘটনাই প্রমাণ করে সরকার একদলীয় বাকশাল কায়েম করতে চায়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত অর্থে তারা দেশে বিরোধী মত সহ্য করছে না। তারা মাহমুদুর রহমানের সত্য-সাহসী  লেখনী সহ্য করতে না পেরে নির্যাতনের পথ বেছে নিয়েছে। । ব্ক্তারা আমার দেশ-এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম, সংগ্রাম সম্পাদক আবুল আসাদের নামে দায়ের করা উদ্দেশ্যমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার, ছাপাখানা খুলে দেয়া ও সব ধরনের হয়রানি বন্ধ করে আমার দেশ প্রকাশের সুযোগ করে দেয়া এবং প্রেসের গ্রেফতার করা ১৯ কর্মচারীকে মুক্তি দেয়ার  জোর দাবি জানান্ৎ
বক্তারা বলেন,সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিক ও পৈশাচিক নির্যাতনে আজ মাহমুদুর রহমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারা সেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।অন্যায়ভাবে আমার দেশ-এর প্রেস তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্রবীণ সাংবাদিক আবুল আসাদ ও মাহমুদুর রহমানের বৃদ্ধা মা মাহমুদা বেগমের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।তিন দফা দাবিতে সাত দিন ধরে অনশন করায় তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এতে দেশবাসী মাহমুদুর রহমানের জীবন নিয়ে খুবই শঙ্কিত। সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তবে মাহমুদুর রহমানের তিন দফা মেনে নিয়ে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা উচিত। অন্যথায় মাহমুদুর রহমানের কিছু হলে এর সব দায়ভার সরকারকেই বহন করতে হবে। এ সময় তারা মাহমুদুর রহমানকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply