• ২ জ্যৈষ্ঠ ,১৪৩১,16 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৪ঠা মে আলতাব আলী ডে স্মরনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত

| মে 8, 2013 | 0 Comments

কমিউনিটি সংবাদ,যুক্তরাজ্য: ১৯৭৮ সালের ৪ঠা মে উগ্র বর্ণবাদীদের হামলায় নির্মমভাবে নিহত পোষাক শ্রমিক আলতাব আলী স্মরনে এক আলোচনা সভা শনিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলতাব আলী ফাউন্ডেশনের চেয়াপার্সন আকিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনছার আহমদ উল্লার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী নেতা আলতাব আলী ফাউন্ডেশনের সেক্রেটারী রাজন উদ্দিন জালাল, জিএলএ মেম্বার মুরাদ খুরেশী, মিকেল আনিছওর্য়াথ ((Michael ainsworth- rector, st George in the east), ডেভিড রুসেনব্রাগ(David Rosenberg-Jewish Socialist Group), কাউন্সিলার জসুয়া প্যাক, জিল কব ((Secretay the cable street Group), আলতাব আলী ফাউন্ডেশনের পেট্রন ডেন জুস , কাউন্সিলার রাজিব আহমদসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, আলতাব আলী ডে এন্ট্রি রেইসিজম এন্ড এন্ট্রি ফেসিস্ট এর জন্য একটি গুরুত্ব পূর্ণ দিন। এই দিবস বর্ণবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কমিউনিটিকে  উৎসাহ দেয়। বক্তারা বলেন, আলতাব আলীদের মত মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশীরা আজ ব্রিটেনে মাথা উচু করে দাঁড়াতে পেরেছে। বক্তারা নতুন প্রজন্মকে এ বিষয়ে আরো বেশি করে জানাতে মত প্রকাশ করেন।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply