• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পর্তুগিজ বেকারত্বের রেকর্ড ১৭.৭ শতাংশ!!!

| মে 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  পর্তুগালের বেকারত্বের হার গত বছরের চতুর্থ ভাগে ঘোষিত ১৬.৯ শতাংশ থেকে এ বছরের শুরুতে বেকারত্বের উচ্চ রেকর্ড ১৭.৭ শতাংশে পৌঁছেছে। বৃহস্পতিবার, পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (INE) এ তথ্য প্রকাশ করে।

অর্থনৈতিক মন্দা এবং কঠোরতার প্রভাব হিসেবে সমগ্র ২০১৩ সালে এ হার ১৮.২  ও আগামী বছরের জন্য এটি ১৮.৫ শতাংশ হতে পারে বলে সরকার পূর্বাভাস দিয়েছেন।

এ রেকর্ড উচ্চ হবার কারণ,  গত সপ্তাহে ডান কেন্দ্রিক সরকার কর্তৃক ঘোষিত অর্থনৈতিক প্যাকেজ ব্যবস্থা।

বেসরকারি কর্মচারীদের, আগে যেখানে প্রতি সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ করতে হত সেখানে এখন থেকে প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে এবং তারা বর্তমানে ৬৫ বছরের বদলে ৬৬ বছর বয়সে পূর্ণ অবসর যোগ্য হবেন।

নতুন অর্থনৈতিক প্যাকেজের টার্মের উদ্দেশ্য অনুযায়ী, এই প্যাকেজ হতে ৭৮ বিলিয়ন ইউরোর (১০২ বিলিয়ন মার্কিন ডলার) অর্থ সাহায্য নিশ্চিত করা হবে যা মে, ২০১১ তে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড দ্বারা অনুমোদন পায়।

INE এর  তথ্য মতে, পর্তুগালে ১০.৫ মিলিয়ন মোট জনসংখ্যার শুধুমাত্র ৪.৪ মিলিয়ন মানুষ কর্মরত আছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Portugal, পর্তুগাল, পর্তুগাল, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply