• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

SARS – সদৃশ নতুন ভাইরাস নিয়ে ফ্রান্সকে শান্ত থাকার আহবান জানালো WHO

| মে 14, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সোমবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ফ্রান্সের জনগণকে নতুন মারাত্মক SARS – সদৃশ ভাইরাস নিয়ে ভীত না হবার এবং ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা নিয়ে হাসপাতালগুলোকে আতঙ্কিত না হবার আহবান জানিয়েছে।

সপ্তাহের শেষে এই নতুন মারাত্মক ভাইরাসের দুটি কেস নিশ্চিত হবার পর থেকে এ নিয়ে জনমনে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।

WHO – এর মুখপাত্র গ্রেগরি হারটল জানান,  “যেসব রোগী এ ভাইরাসে আক্রান্ত এবং নিশ্চিতভাবে এ রোগ বহন করছে তাদের সুচিকিৎসার জন্য একটি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন। তাছাড়া, ফ্রান্সে কারো এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা খুবই কম।”

এই নতুন ভাইরাসটির বংশজাত আরেকটি ভাইরাস হচ্ছে, Ncov-EMC হিসেবে পরিচিত coronavirus। ২০০২-০৩ সাল পর্যন্ত এ ভাইরাস ৮০০ মানুষের জীবননাশ করে।

সেপ্টেম্বর, ২০১২ তে আবিষ্কৃত এ নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৩৪ জন যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সৌদি আরবে (১৮ জন)।

এ ভাইরাসটির বিস্তার সৌদি আরবের পাশাপাশি জর্ডান, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সেও রয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply