• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসি অর্থনীতি আবারও মন্দায়!

| মে 15, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স আবারও অর্থনৈতিক মন্দায় পতিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা (INSEE) বুধবার জানায়,  দেশের জিডিপি গত বছরের শেষ ত্রৈমাসিকের মত একইভাবে ২০১৩ সালের প্রথম ত্রৈমাসিকে ০.২ শতাংশে দাঁড়িয়েছে।

বুধবার,  INSEE পরিসংখ্যান সংস্থার প্রাথমিক তথ্য থেকে দেখা যায়,  দুর্বল রপ্তানি, বিনিয়োগ ও পারিবারিক খরচের কারণে জিডিপি ০.২ শতাংশে পরিণত হয়েছে এবং ফ্রান্স বছরের প্রথম তিন মাসের মধ্যেই কিছুটা মন্দার সম্মুখীন।

বেকার মানুষের সংখ্যা মার্চে সর্বোচ্চ হবার পর, এই নতুন তথ্যটি চার বছরে ফ্রান্সের প্রথম মন্দা চিহ্নিত করে যা একজন সমাজতান্ত্রিক সরকারের জন্য আরও খারাপ খবর।  কিন্তু, সুখবর এই যে,  অর্থনৈতিক মন্দাটি ২০০৮ কিংবা ২০০৯ এর মত অতটা তীব্র নয়।

INSEE আরও জানায়,  রপ্তানি ০.৫ শতাংশে সংকুচিত হয়েছে এবং বিনিয়োগ,  ০.৯ শতাংশ থেকে ০.৮ শতাংশে সংকুচিত হয়েছে।

অধিকাংশ বেসরকারি অর্থনীতিবিদদের মতে, ভাগ্য সুপ্রসন্ন হলে এই বছর হয়ত এ হার ০.১ শতাংশে বৃদ্ধি পেতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply