বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের বইলিট ২০১৩ অনুষ্ঠিত প্রধান আলোচ্য বিষয় বেগম রোকেয়া
কমিউনিটি সংবাদ: রোববার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আলো আমার আলো-গানের মূর্চ্ছনায় সূচনা হয় বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের বইলিট ২০১৩।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হাই কমিশনার মিজারুল কায়েস, টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান, ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন,ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী ও কেন্দ্রের চেয়ার কবি শামীম আজাদ।
বইলিটের এবারের প্রধান প্রতিপাদ্য ছিলো, নারী জাগরনের প্রতিকৃত বেগম রোকেয়া। এতে নাচ, গান, ও কাব্যনাট্যের মাধ্যমে চিত্রিত হয় বেগম রোকেয়ার কাজ।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন হাই কশিনার মিজারুল কায়েস। এবং রোকেয়ার কর্ম ও জীবন নিয়ে কথা বলেন কবি শামীম আজাদ। অনুষ্ঠানে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘রোকেয়া এন্ড শাখাওয়াত মেমোরিয়াল স্কুল-হান্ড্রেড ইয়ারস আফটার‘ প্রদর্শিত হয়। এটা নির্মান করেছেন ইকবাল বাহার চৌধুরী ।
বেগম রোকেয়াকে প্রধান আলোচ্য বিষয় করায় এবার বইলিট ভিন্নমাত্রা পেয়েছে।
রোববার সাড়ে নয়টায় অনুষ্ঠানে শেষ হলেও উপস্থিত দর্শকদের মাঝে আলোচনায় আরো বেশি করে স্থান পায় বেগম রোকেয়া। সবাই মনে করেন রোকেয়ার জীবন ও কর্ম আজীবন মানুষকে পথ দেখাবে।
Category: Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ